জেদ্দায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কনস্যুলেট প্রাঙ্গণে সকাল থেকে ঢল নামে বিভিন্ন শ্রেণি–পেশার প্রবাসী বাংলাদেশিদের। ছবি: বাহার উদ্দিন
ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কনস্যুলেট প্রাঙ্গণে সকাল থেকে ঢল নামে বিভিন্ন শ্রেণি–পেশার প্রবাসী বাংলাদেশিদের। ছবি: বাহার উদ্দিন

মরুনগর জেদ্দায় শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করা হয়েছে বায়ান্নর ভাষাশহীদদের। বাংলাদেশ কনস্যুলেটের উদ্যোগে জেদ্দায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।

ভাষাশহীদদের শ্রদ্ধা জানাতে কনস্যুলেট প্রাঙ্গণে অস্থায়ীভাবে স্থাপিত শহীদ মিনারে ২১ ফেব্রুয়ারি (শুক্রবার) সকাল থেকে ঢল নামে বিভিন্ন শ্রেণি–পেশার প্রবাসী বাংলাদেশিদের।

অস্থায়ী শহীদবেদিতে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল ফয়সাল আহমেদ। এ সময় কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারীরা তার সঙ্গে ছিলেন।

এরপর বিভিন্ন সংগঠনের নেতারা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এ ছাড়া বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের বাংলা ও ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীসহ প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশুরাও শহীদবেদিতে ফুল দিয়ে ভাষাশহীদদের শ্রদ্ধা নিবেদন করে।

ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কনস্যুলেট প্রাঙ্গণে সকাল থেকে ঢল নামে বিভিন্ন শ্রেণি–পেশার প্রবাসী বাংলাদেশিদের। ছবি: বাহার উদ্দিন
ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কনস্যুলেট প্রাঙ্গণে সকাল থেকে ঢল নামে বিভিন্ন শ্রেণি–পেশার প্রবাসী বাংলাদেশিদের। ছবি: বাহার উদ্দিন

এর আগে কনস্যুলেটে জাতীয় সংগীতের মূর্ছনায় জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পতাকা উত্তোলন ও অর্ধনমিত করেন ফয়সাল আহমেদ।

আলোচনা অনুষ্ঠানে ফয়সাল আহমেদ বক্তব্য দেন। তিনি বলেন, ‘আমাদের সাহিত্য ও সাংস্কৃতিক চেতনার বিকাশে একুশে ফেব্রুয়ারি যেন হাজার তারের এক বীণা। তাতে সৃষ্টি হয়েছে অনেক সুর। একুশ কেবল আমাদের মুখের ভাষার অধিকার প্রতিষ্ঠা করেনি, দিয়েছে দেশপ্রেমের মহান আবেগ, দিয়েছে দৃঢ়প্রতিজ্ঞা নিয়ে এগিয়ে চলার প্রাণশক্তি। একুশ আমাদের জীবনে অনির্বাণ একটি চেতনা। এই চেতনায় ১৯৫২ থেকে আমাদের সংগ্রামী পথচলা।

ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কনস্যুলেট প্রাঙ্গণে সকাল থেকে ঢল নামে বিভিন্ন শ্রেণি–পেশার প্রবাসী বাংলাদেশিদের। ছবি: বাহার উদ্দিন
ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কনস্যুলেট প্রাঙ্গণে সকাল থেকে ঢল নামে বিভিন্ন শ্রেণি–পেশার প্রবাসী বাংলাদেশিদের। ছবি: বাহার উদ্দিন

অনুষ্ঠানে প্রথম সচিব কাজি কে এম সালাহ উদ্দিন আহমেদের পরিচালনায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করেন যথাক্রমে কাউন্সেলর (কনস্যুলার) মুজিবুর রহমান, কাউন্সেলর মুহম্মদ কামরুজ্জামান, প্রথম সচিব ও কার্যালয়প্রধান কামরুজ্জামান ভূঁইয়া এবং প্রথম সচিব মোস্তফা জামিল খান।

সাংস্কৃতিক পরিবেশনা। ছবি: বাহার উদ্দিন
সাংস্কৃতিক পরিবেশনা। ছবি: বাহার উদ্দিন

এ ছাড়া বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের বাংলা ও ইংরেজি মাধ্যম স্কুল এ উপলক্ষে আলাদাভাবে বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

সাংস্কৃতিক পরিবেশনা। ছবি: বাহার উদ্দিন
সাংস্কৃতিক পরিবেশনা। ছবি: বাহার উদ্দিন