অস্ট্রেলিয়াপ্রবাসী চিকিৎসকেরা বাংলাদেশে পিপিই দিলেন

করোনা মোকাবিলায় অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশি চিকিৎসকদের সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ মেডিকেল সোসাইটিস অব অস্ট্রেলিয়ার (এফবিএমএসএ) বাংলাদেশি চিকিৎসকদের সহযোগিতার জন্য পিপিই প্রদান করেছে। এ ছাড়াও প্রবাসী বাংলাদেশিদের করোনাবিষয়ক চিকিৎসা সহায়তা দিয়েছে এফবিএমএসএ।

এফবিএমএসএর প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়।

সংগঠনটি সম্প্রতি বাংলাদেশি চিকিৎসকদের সহযোগিতায় এবং প্রবাসী বাংলাদেশিদের করোনাবিষয়ক চিকিৎসা সহায়তায় বেশ কিছু কার্যক্রম গ্রহণ করে। সংগঠনটি অস্ট্রেলিয়াপ্রবাসী চিকিৎসকদের অনুদানের মাধ্যমে ১৫ লাখের বেশি টাকার ফান্ড সংগ্রহ করে। এ অর্থ বাংলাদেশে করোনা চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের পিপিই সরবরাহের জন্য ব্যয় করা হয়। কেনা পিপিই ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি অ্যান্ড রাইটস, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন এবং মেডি স্কুলের মাধ্যমে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে করোনা চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের মধ্যে প্রদান করা হয়।

এ ছাড়া বাংলাদেশ হাইকমিশন ক্যানবেরার উদ্যোগে ফেডারেশন ২৫ সদস্যের একটি ডক্টরস পুল গঠন করে, যা এক মাস ধরে অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশিদের করোনাবিষয়ক চিকিৎসা সহায়তা দিয়ে আসছে টেলিহেলথের মাধ্যমে।