নির্জন ভাবনা

একাকী গভীর রাতে
এলোমেলো সব শব্দের মেলা,
হাজারো নাম, হাজারো স্মৃতি
করছে সেথা লুকোচুরি খেলা।

হারিয়ে যাওয়া চেনা মুখগুলো
ফিরে আসে যে স্মৃতির পাতায়,
হারিয়ে যাওয়া চেনা দুখগুলো
সুখ হয়ে ওঠে কবিতার খাতায়।


অতীতের সব হারানো স্বপ্ন
পথ যে পায় না খুঁজে,
বর্তমানের বুকেই তাই
লজ্জায় মুখ গুঁজে।

আজকে আমার প্রশ্ন জাগে—
আমার কি অর্জন?
কিছু মানুষের ভালোবাসা
আর কিছুদের বর্জন।

আজকে আমার মন যে আবার
পিছনে ফিরে তাকায়,
অতীতের ভুল কাঁদায় বড়,
বড় আফসোস হয়।
সামনে আমার কি আছে তা
চেয়ে দেখি ওই দূরে,
অস্পষ্ট অজানা মুখেরা
আমায় ছেঁকে ধরে।

হারিয়ে গেলাম অন্ধকারে
অনেক মুখের ভিড়ে,
হয়তো আবার উঠব ভেসে
বর্তমানের তীরে।