স্পেনে প্রবাসীদের রেসিডেন্ট কার্ডসহ সব ডকুমেন্টের মেয়াদ বেড়েছে

প্রবাসীদের রেসিডেন্ট কার্ডসহ সব ডকুমেন্টের মেয়াদ বাড়িয়েছে স্পেন সরকার। ছবি: সংগৃহীত
প্রবাসীদের রেসিডেন্ট কার্ডসহ সব ডকুমেন্টের মেয়াদ বাড়িয়েছে স্পেন সরকার। ছবি: সংগৃহীত

করোনাভাইরাস সংকটের কারণে স্পেনে মেয়াদ বেড়েছে রেসিডেন্ট কার্ডসহ বিদেশিদের সব ধরনের ডকুমেন্টের। মানবিক দিক বিবেচনা করে এ–সংক্রান্ত স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রীয় অফিশিয়াল বুলেটিন (BOE) মাধ্যমে এই সংবাদ নিশ্চিত করা হয়েছে। সংকটের এই সময়ে যাঁদের কার্ডের মেয়াদ শেষ হয়েছে অথবা শেষের পথে, তাঁরা এ সুবিধার আওতায় পড়বেন।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম (BOE) জানায়, স্পেনে বসবাসের অনুমতি কার্ডের (আড়াইগো) মেয়াদ বাড়ানো হয়েছে ছয় মাস। এ ছাড়া যাঁরা স্পেনে রাজনৈতিক আশ্রয় আবেদন করেছিলেন, তাঁদের সত্যায়নপত্রের (রেড কার্ড) মেয়াদও বেড়েছে। যাঁদের রেড কার্ডের মেয়াদ আগামী ১৫ জুনের মধ্যে শেষ হবে, তাঁদের রেড কার্ডের মেয়াদ জরুরি অবস্থা শেষ হওয়া পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

ডকুমেন্টের মেয়াদ বাড়ার পাশাপাশি আশ্রয় আবেদনকারীদের আর্থিক সহায়তাও বাড়ানো হয়েছে। আবেদনকারী যাদের আর্থিক ভাতা গত মার্চে শেষ হওয়ার কথা ছিল, করোনা মহামারি স্বাভাবিক অবস্থায় ফিরে না আসা পর্যন্ত এ নিয়ম বলবৎ থাকবে। একইভাবে শরণার্থীদের সুবিধা বেড়েছে জরুরি অবস্থা শেষ হওয়া পর্যন্ত। এর আগে স্পেনের সব ধরনের স্বাস্থ্যবিমার মেয়াদও বাড়ানো হয়।

স্পেনে বসবাসের অনুমতি কার্ডের (আড়াইগো) মেয়াদ বাড়ানো হয়েছে ৬ মাস। ছবি: সংগৃহীত
স্পেনে বসবাসের অনুমতি কার্ডের (আড়াইগো) মেয়াদ বাড়ানো হয়েছে ৬ মাস। ছবি: সংগৃহীত

স্পেন সরকারের এমন সিদ্ধান্তে ডকুমেন্ট নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত বাংলাদেশিদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। একাধিক প্রবাসী বাংলাদেশি জানান, রেসিডেন্ট কার্ডসহ অন্যান্য কাগজপত্রের মেয়াদ শেষ হয়ে গেলে তাঁরা বারবার সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করে কোনো সাড়া পাচ্ছিলেন না। এ নিয়ে দুশ্চিন্তার শেষ ছিল না তাঁদের। কিন্তু স্পেন সরকারের নেওয়া এমন সিদ্ধান্ত তাঁদের স্বস্তি দিয়েছে। জরুরি অবস্থা শেষ হলে কার্ডের মেয়াদ বৃদ্ধির ব্যাপারে নতুন নির্দেশনা প্রদান করা হবে।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বিলটি সংসদে উপস্থাপন করেন। পরে সদস্যরা দুই মাসের বন্দিদশা ও কঠিন সংকট বিবেচনায় এনে বিলটি পাসে সম্মতি দেন।

প্রবাসীরা স্পেনে প্রবেশের ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হলে ডেডলাইনের রেফারেন্স প্রদানের জন্য স্পেনের বাংলাদেশ দূতাবাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ছবি: বিজ্ঞপ্তি
প্রবাসীরা স্পেনে প্রবেশের ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হলে ডেডলাইনের রেফারেন্স প্রদানের জন্য স্পেনের বাংলাদেশ দূতাবাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ছবি: বিজ্ঞপ্তি

এ ছাড়া যেসব প্রবাসী বাংলাদেশে অবস্থানরত, তাঁরা স্পেনে প্রবেশের ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হলে (third additional provision–এ বর্ণিত suspesnsion of administrative)–এর ডেডলাইনের রেফারেন্স প্রদান করার জন্য স্পেনের বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।