করোনায় অন্য পৃথিবী

এখানে কেউ নেই অর্গল খুলে যতদূর চোখ যায়

মানুষের চলাচলে প্রাণময় ছিল ওই ফুটপাত,

শূন্য রাস্তা দিয়ে ছুটে চলে দু–একটি গাড়ি হঠাৎ

পাখির কুজনে জীবনের গান শুনি বাড়ির আঙিনায়;

ওখানে কেউ নেই পার্কে কিম্বা খেলার মাঠে

ফুটবল আর ক্রিকেটপ্রেমী হাজারও মানুষ—

নরম ঘাসের মাঝে লেগে আছে মমতার পরশ,

মাঝি নেই, নৌকাগুলি বাঁধা আছে খেয়াঘাটে;

সেখানে কেউ নেই রেস্তোরাঁ আর চায়ের দোকানে

একদা সরগম ছিল নানা মানুষের আড্ডায়,

এখন কেউ কেউ উঁকি দেয় বন্ধ দরজায়

খদ্দের নেই, করোনা বসে থাকে টেবিলের মাঝখানে;

কোথায়ও কেউ নেই খাঁ খাঁ করে চারিদিক—

পৃথিবী বদলে গেছে, হয়তো আরও বদলে যাবে,

চাঁদ-সুরুজের আলো কি তখনো এমন ছড়াবে?

অনেক ক্লান্ত পৃথিবী নাহয় কিছুদিন জিরিয়ে নিক।