করোনাকালের গল্প 'ইচ্ছে পাখি'

অস্ট্রেলিয়ার সিডনি, বাংলাদেশের ঢাকা ও কানাডার টরন্টো থেকে বিভিন্ন খণ্ডে চিত্রায়িত স্বল্পদৈর্ঘ্য নাটক ‘ইচ্ছে পাখি’। নাটকটি রচনা করেছেন অস্ট্রেলিয়ার সিডনিপ্রবাসী নাট্যজন জন মার্টিন। অভিনয় করেছেন জন মার্টিনের তিন প্রজন্মের মানুষজন।

তিন দেশ থেকে করা ভিডিওর মিশ্রণেই ফুটিয়ে তোলা হয়েছে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ঘরবন্দী সবার মানসিক অবস্থা। অচল অবস্থায় ১০০ কোটি টাকার একটি লটারি জিতলেও সেটি খরচ করতে বাইরে বের হওয়া যাবে না। কারণ এখন বেঁচে থাকাই আসল লটারি জেতা। এ বিষয়টিই ‘ইচ্ছে পাখি’ নাটকটির মূল প্রতিপাদ্য।

বাংলাদেশের থিয়েটারের একসময়ের উজ্জ্বল মুখ জন মার্টিন। তিনি বর্তমানে সিডনিতে বসবাস করছেন। এখানেও জড়িত রয়েছেন বাংলাদেশি সাংস্কৃতিক অঙ্গনে। নাটকটি দেখা যাবে এই লিংকে - ইচ্ছে পাখি