মিলানোতে করোনাকালীন ঈদ উদ্যাপন

ঈদের জামাত আদায়ে মসজিদে প্রবেশের জন্য অপেক্ষমাণ মুসল্লি। ছবি: লেখক
ঈদের জামাত আদায়ে মসজিদে প্রবেশের জন্য অপেক্ষমাণ মুসল্লি। ছবি: লেখক

ঈদ মানে বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন সবার সঙ্গে মিলনমেলা। প্রবাসীদের আনন্দ দেশের মতো না হলেও আমরা চেষ্টা করি সর্বোচ্চ আনন্দ উপভোগ করার। দেশের মতো এখানেও সবাই মিলে ঈদের জামাতে যাওয়ার মজা অনেক।

করোনাভাইরাসের কারণে এবারের ঈদের জামাতে একটু ভিন্নতা রয়েছে। দূরত্ব বজায় রেখে নামাজ হয়েছে। সবার মুখে মাস্ক ছিল।

মিলানো কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের প্রথম জামাত সূর্যোদয়ের পরপর সকাল ৬টা ২৫ মিনিটে ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন মিলান কেন্দ্রীয় মসজিদে ইমাম হাফেজ মাওলানা আনিসুর রহমান। এবারের ঈদে সবাই কোলাকুলি না করলেও দূরত্ব বজায় রেখে কুশলবিনিময় করেন। একটি জামাত শেষে সবাই মসজিদ থেকে বেরিয়ে গেলে পরবর্তী জামাতের জন্য অপেক্ষমাণ মুসল্লিরা প্রবেশ করেন। ৩০ মিনিট পরপর এভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

মসজিদে ঈদের জামাতে মুসল্লিরা। ছবি: লেখক
মসজিদে ঈদের জামাতে মুসল্লিরা। ছবি: লেখক

মিলানপ্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক।