আটলান্টিক সিটিতে শহীদ দিবস

অস্থায়ী শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের দৃশ্য
অস্থায়ী শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের দৃশ্য

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী...’ অমর এই গানটি গেয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অব নিউ জার্সির নেতা-কর্মী ও সমর্থকেরা বিনম্র ভালোবাসা ও শ্রদ্ধায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে পালন করেছে মহান একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আটলান্টিক সিটির আটলান্টিক এভিনিউর মি. স্টিক রেস্টুরেন্টে অস্থায়ীভাবে স্থাপিত শহীদ মিনারে একুশে ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে সংগঠনের সভাপতি সৈয়দ মো. কাউছার ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক হোসাইনের নেতৃত্বে নেতা-কর্মী ও সমর্থকেরা শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের আগে ছিল কবিতা পাঠের আসর। এতে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে কবিতা পাঠ করেন মিরাজ খান, সৈয়দ মো. কাউছার, এম এ করিম, সোহাগ করিম ও ফারুক হোসাইন।

অস্থায়ী শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের দৃশ্য
অস্থায়ী শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের দৃশ্য

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন বিএনপি নেতা মো. সেলিম, আওলাদ হোসেন, আলী হোসেন, ইমামুল হক, এম এইচ রেজা, ইসমাইল হোসেন, আবদুর রব, তোফাজ্জল হোসেন, সুজল আহমেদ প্রমুখ৷
এ ছাড়া বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির পক্ষে আবদুর রব, মিরাজ খান, ফারুক হোসাইন, সোহাগ করিম, এম এ করিম অস্থায়ী শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
তীব্র শীত উপেক্ষা করে অনেক প্রবাসী বাংলাদেশি ব্যক্তিগতভাবেও শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।