সুন্দরবন রক্ষায় মৌন প্রতিবাদ

বাংলাদেশে সুন্দরবনের কাছে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প নির্মাণের বিরুদ্ধে বিশ্বব্যাপী জনমত গঠন ও প্রতিবাদের অংশ হিসেবে জার্মানিপ্রবাসী আমরা তিনজন বাংলাদেশি ছাত্র জার্মানির হালে (জালে) শহরে ছোট পরিসরে মৌন প্রতিবাদ করেছি। হালে জার্মানির স্যাক্সনি আন হাল্ট রাজ্যের ছোট্ট শহর। আমরা তিনজন (কামরুল হাসান, মেহরাজ হোসাইন ও আমি) স্থানীয় ও জার্মানির বিভিন্ন রাজ্য থেকে পড়তে আসা জার্মান ছাত্রদের মাঝে জনমত গঠন ও মৌন প্রতিবাদের অংশ হিসেবে ছোট পরিসরে কয়েক দিন আগে এই কর্মসূচি গ্রহণ করেছিলাম৷

মৌন প্রতিবাদের আগে আমরা তিনজন বিভিন্ন স্তরের জার্মানদের আমাদের দেশ সম্পর্কে অবহিত এবং দেশের প্রাকৃতিক সম্পদ, ঐতিহ্য ও স্বাধীনতা নিয়ে আলোকপাত করি৷ বাংলাদেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সুন্দরবনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে তাদের সঙ্গে আলোচনা করি৷ এই কাজের জন্য আমরা লিফলেট ও ক্যামেরাসহ এখানকার কলেজ, বিশ্ববিদ্যালয় ও দর্শনীয় স্থানগুলোতে যাই৷ এখানকার চাকরিজীবী ও শিক্ষার্থীদের কাছে ছবির মাধ্যমে ইউনেসকো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের বিস্তারিত তুলে ধরি৷ এ ছাড়া বেঙ্গল টাইগারের একমাত্র আবাসস্থল সুন্দরবনের নানান ইতিবাচক দিক এবং স্থানীয় মানুষের জীবিকা নির্বাহের অন্যতম উৎস এই বন সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি৷ এরপর রামপালের কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প সুন্দরবন তথা দেশের প্রাকৃতিক সম্পদের কী ক্ষতি সাধন করতে পারে তা তাদের অবহিত করার চেষ্টা করি৷ এ ক্ষেত্রে রামপাল বিদ্যুৎ প্রকল্পজনিত সকল তথ্য উপাত্ত, দেশ বিদেশের বিভিন্ন বিশ্লেষকদের কলাম কোট করে তাদের সঙ্গে আলোচনা করি৷
আনন্দের সংবাদ হচ্ছে তাদের আমরা জনমত গঠন ও প্রতিবাদের বিষয়বস্তু সুন্দর করে বোঝাতে সক্ষম হই এবং আমরা তাদের যথেষ্ট সাড়া পাই৷ আমরা তাদের স্বাক্ষর সংগ্রহ করি৷ তারা সকলেই আমাদের সঙ্গে ঐকমত্য পোষণ করে মৌন প্রতিবাদের অংশ হিসেবে ক্যামেরার সামনে প্রতিবাদ লিফলেট নিয়ে দাঁড়িয়ে রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ​ প্রকল্পের বিরুদ্ধে তাদের সমর্থন জানায়। আমাদের মৌন প্রতিবাদের ছবিগুলো পাঠকদের দেখার অনুরোধ জানাচ্ছি।

.
.
.
.
.
.
.
.
.
.
.
.

*মাহবুব মানিক, গবেষণা সহকারী, ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্স, মারসেবুর্গ। হালে, স্যাক্সনি আন হাল্ট, জার্মানি।
Facebook ID: www.facebook.com/mahbub.manik1