বছরের শেষ সভা (জানুয়ারি ২০১৮)

বিজয় দিবসের আগের দিন অর্থাত্ ১৫ ডিসেম্বর বিকেলটা ছিল কিশোর আলোর কেন্দ্রীয় বুক ক্লাবের সদস্যদের জন্য চমত্কার একটি সময়। এদিন কিআ কার্যালয়ে অনুষ্ঠিত হয় এ বছরের শেষ মাসিক সভা। সদস্যদের সর্বশেষ পঠিত বইয়ের ওপর আলোচনার পর সভায় আমন্ত্রণ জানানো হয় লেখক রাজীব হাসানকে। তিনি কথা বলেন বাংলা সাহিত্যের রূপান্তর নিয়ে। বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ এবং প্রথম সার্থক উপন্যাস নিয়ে আলোচনার পর তিনি সবার সঙ্গে মেতে ওঠেন এক মজার খেলায়। বিজয় দিবস সামনে রেখে সদস্যদের দিয়ে ধারাবাহিক কবিতা বলার আয়োজন করেন। প্রত্যেকে এক এক করে লাইন জুড়ে দিয়ে বানিয়ে ফেলে অসাধারণ এক বিজয়ের কবিতা। বুক ক্লাবের সদস্যরা সম্মিলিতভাবে আবৃত্তি করে কবিতাটি। বুক ক্লাবের নিয়মিত কার্যক্রম বই বিনিময়ের মাধ্যমে শেষ হয় সভা।

এশনা বিনতে আলী