চট্টগ্রাম কিআ বুক ক্লাব (ফেব্রুয়ারী ২০১৮)

১৫ জানুয়ারি বেলা তিনটায় কিশোর আলোর চট্টগ্রাম কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয় বুক ক্লাবের মাসিক সভা। প্রথমেই সদস্যরা বইয়ের রিভিউ জমা দেয় এবং বই অদলবদল করে নেয়। তারপর বই নিয়ে আলোচনা ও কিআর চলতি সংখ্যা থেকে প্রশ্ন করা হয়। ক্লাবের সদস্য নাজিফা তাজনূর সুমন্ত আসলামের দুর্ধর্ষ পাঁচ গোয়েন্দা বইটি নিয়ে আলোচনা করে।

বুক ক্লাবের সাত সদস্যের জন্মদিন জানুয়ারি মাসে হওয়ায় তা একসঙ্গে পালন করা হয় এ সভায়। সিদ্ধান্ত নেওয়া হয় প্রতি মাসেই জন্মদিন পালন করা হবে। জন্মদিনের কেক খেতে খেতেই শেষ হয় সভাটি।

বুক ক্লাবের ফেব্রুয়ারি মাসের সভা অনুষ্ঠিত হবে ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা তিনটায়, কিশোর আলোর চট্টগ্রাম কার্যালয়ে (প্রথম আলো কার্যালয়ের চতুর্থ তলায়)। সঙ্গে করে নিজের পঠিত গল্পের বইটিসহ চলতি মাসের কিআ আনতে হবে। সভায় কিআ নিয়ে প্রশ্ন থাকবে ‘কিআ জানি’ পর্বে। এ ছাড়া পড়ে আসতে হবে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টেনিদা দি গ্রেট অথবা টেনিদার কোনো বই। ফেসবুক: fb.com/kia.ctg

লেখা: সাইয়িন আজাদ

ছবি: ফারদিন রিয়াসাদ ও দিব্যজিত্ বড়ুয়া