কিআনন্দ ঢাকা পর্বে মঞ্চের আয়োজনের সেরা কিছু মুহূর্ত

২৬ অক্টোবর রাজধানীর রেসিডেনসিয়াল কলেজে অনুষ্ঠিত হয় লাভেলো কিআনন্দ ২০১৮ -এর ঢাকা পর্ব। উৎসবের উদ্বোধন করেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ এবং কিশোর আলো সম্পাদক আনিসুল হক। অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা এবং ক্রিকেটার সাকিব আল হাসানের বক্তব্যের পর উপস্থিত দর্শকদের মাতিয়ে রাখতে মঞ্চে ছিলেন অভিনেত্রী জয়া আহসান, অভিনেতা চঞ্চল চৌধুরী, জাদুশিল্পী রাজীব বসাক, সঙ্গীতশিল্পী মিনার ও অর্ণবসহ অন্যান্য তারকারা। ছিল আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনাও। দিনব্যাপী চলা উৎসবটিতে মঞ্চের আয়োজনের ফ্রেম-বন্দি কিছু সেরা মুহূর্ত দেখে নেওয়া যাক-

বেলুন উড়িয়ে কিআনন্দ ২০১৮ -এর ঢাকা পর্বের উদ্বোধন করেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ ও কিআ সম্পাদক আনিসুল হক
বেলুন উড়িয়ে কিআনন্দ ২০১৮ -এর ঢাকা পর্বের উদ্বোধন করেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ ও কিআ সম্পাদক আনিসুল হক
সুরের ধারার সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় মঞ্চের আয়োজন
সুরের ধারার সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় মঞ্চের আয়োজন
স্বাগত বক্তব্য রাখেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ
স্বাগত বক্তব্য রাখেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ
অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা তাঁর কিআনন্দে আসার উচ্ছ্বাস প্রকাশ করেন
অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা তাঁর কিআনন্দে আসার উচ্ছ্বাস প্রকাশ করেন
পাঠকদের প্রশ্নের উত্তর দেন ক্রিকেটার সাকিব আল হাসান
পাঠকদের প্রশ্নের উত্তর দেন ক্রিকেটার সাকিব আল হাসান
নৃত্য পরিবেশনা করে ধৃতি নর্তনালয়
নৃত্য পরিবেশনা করে ধৃতি নর্তনালয়
সাউথ ব্রিজ স্কুলের শিক্ষার্থীরা মঞ্চে সংগীত পরিবেশন করেন
সাউথ ব্রিজ স্কুলের শিক্ষার্থীরা মঞ্চে সংগীত পরিবেশন করেন
মঞ্চে সংগীত পরিবেশন করে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুলও
মঞ্চে সংগীত পরিবেশন করে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুলও
শুধু সংগীত নয়, নৃত্যও পরিবেশন করে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুল
শুধু সংগীত নয়, নৃত্যও পরিবেশন করে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুল
কিশোর আলোর নিয়মিত পাঁচ লেখক (বাম থেকে) - শিবব্রত বর্মন, রোমেন রায়হান, তানজিনা হোসেন, আদনান মুকিত এবং আনিসুল হক
কিশোর আলোর নিয়মিত পাঁচ লেখক (বাম থেকে) - শিবব্রত বর্মন, রোমেন রায়হান, তানজিনা হোসেন, আদনান মুকিত এবং আনিসুল হক
মূল মঞ্চে এসেছিলেন আলোকচিত্রী নাসির আলী মামুন এবং লেখক ও কার্টুনিস্ট আহসান হাবীব
মূল মঞ্চে এসেছিলেন আলোকচিত্রী নাসির আলী মামুন এবং লেখক ও কার্টুনিস্ট আহসান হাবীব
দর্শকদের অভিবাদনের জবাব দিচ্ছেন জয়া আহসান ও চঞ্চল চৌধুরী
দর্শকদের অভিবাদনের জবাব দিচ্ছেন জয়া আহসান ও চঞ্চল চৌধুরী
অনুরোধে গানও গেয়ে শোনালেন তাঁরা
অনুরোধে গানও গেয়ে শোনালেন তাঁরা
জাদুশিল্পী রাজীব বসাক মনোমুগ্ধ করেন তার জাদু দেখিয়ে
জাদুশিল্পী রাজীব বসাক মনোমুগ্ধ করেন তার জাদু দেখিয়ে
পাঠকের মুখোমুখি কিআ- পর্বে পাঠকদের কঠিন কঠিন প্রশ্নের উত্তর দিয়েছেন কিআর সম্পাদনা দলের সদস্য মহিতুল আলম ও আদনান মুকিত
পাঠকের মুখোমুখি কিআ- পর্বে পাঠকদের কঠিন কঠিন প্রশ্নের উত্তর দিয়েছেন কিআর সম্পাদনা দলের সদস্য মহিতুল আলম ও আদনান মুকিত
আগত দর্শকদের উদ্দেশ্যে কথা বলেন জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন
আগত দর্শকদের উদ্দেশ্যে কথা বলেন জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন
ছড়া পাঠ করেন ছড়াকার আখতার হুসেন
ছড়া পাঠ করেন ছড়াকার আখতার হুসেন
বক্তব্য রাখেন প্রথম আলোর যুব কার্যক্রম সমন্বয়ক মুনির হাসান
বক্তব্য রাখেন প্রথম আলোর যুব কার্যক্রম সমন্বয়ক মুনির হাসান
কিশোর আলোর প্রকাশক মতিউর রহমান
কিশোর আলোর প্রকাশক মতিউর রহমান
সংগীত পরিবেশন করে ব্যান্ড ’দুর্গ’
সংগীত পরিবেশন করে ব্যান্ড ’দুর্গ’
লাভেলো কিআনন্দ ২০১৮ এর উপস্থাপক মেহরীন মোর্শেদ ও সামিয়া শারমিন
লাভেলো কিআনন্দ ২০১৮ এর উপস্থাপক মেহরীন মোর্শেদ ও সামিয়া শারমিন
কিআ সম্পাদক আনিসুল হকের কাছ থেকে সেরা বুক ক্লাবের পুরস্কার নিচ্ছে নোয়াখালী কিআ বুক ক্লাবের সদস্যরা
কিআ সম্পাদক আনিসুল হকের কাছ থেকে সেরা বুক ক্লাবের পুরস্কার নিচ্ছে নোয়াখালী কিআ বুক ক্লাবের সদস্যরা
দুপুরের বিরতির পর আয়োজন আবারও শুরু হয় শুভ এবং মুনের সংগীত পরিবেশনার মধ্য দিয়ে
দুপুরের বিরতির পর আয়োজন আবারও শুরু হয় শুভ এবং মুনের সংগীত পরিবেশনার মধ্য দিয়ে
উপস্থিত ছিলেন চিত্রপরিচালক অমিতাভ রেজা
উপস্থিত ছিলেন চিত্রপরিচালক অমিতাভ রেজা
কিশোর আলো মানেই মিনারের গান . . .
কিশোর আলো মানেই মিনারের গান . . .
আর মিনার মানেই দর্শকদের উপচে পড়া সমাগম . . .
আর মিনার মানেই দর্শকদের উপচে পড়া সমাগম . . .
. . .এবং বাঁধভাঙা উল্লাস
. . .এবং বাঁধভাঙা উল্লাস
মঞ্চে গিটার হাতে অর্ণব। অবশেষে ধরা দিলো কাঙ্ক্ষিত মুহূর্তটি
মঞ্চে গিটার হাতে অর্ণব। অবশেষে ধরা দিলো কাঙ্ক্ষিত মুহূর্তটি
সবাইকে এক সুরে বাঁধলেন অর্ণব
সবাইকে এক সুরে বাঁধলেন অর্ণব

ছবি : জামিরুল ইসলাম, মাহি হাসান, শেখ মো. আশফাক সাফায়াত হোসেন