বেঙ্গল বই-ঢাকা কমিকস স্টোরিটেলিং ওয়ার্কশপ ও ইব্রাহীম ৪ মোড়ক উন্মোচন

কমিকস পড়তে কার না ভালো লাগে! দুর্দান্ত সুপারহিরো কিংবা দুর্ধর্ষ গোয়েন্দার সাথে অভিযানে বের হতে কমিকসের পাতায় ডুব দেওয়া মানুষের সংখ্যা কম নয়। কিন্তু কীভাবে লেখা হয় কমিকসের গল্প কিংবা কমিকস লেখার কী কী ধাপ রয়েছে–এসব প্রশ্নের জবাব পাওয়া গেলো গত ৩০ আগস্ট আয়োজিত হওয়া বেঙ্গল বই-ঢাকা কমিকস স্টোরিটেলিং ওয়ার্কশপ। বেঙ্গল বইয়ের কমিক ক্যাশেতে অনুষ্ঠিত হওয়া প্রাণবন্ত এই কর্মশালাটি পরিচালনা করেন উন্মাদের সম্পাদক ও ঢাকা কমিকসের প্রধান উপদেষ্টা আহসান হাবীব। তিনি কমিকসের বিভিন্ন খুঁটিনাটি ও গল্প লেখার কৌশলের সঙ্গে নিজের কাজের অভিজ্ঞতাও তুলে ধরেন।

এরপর ইব্রাহীম ৪ এর মোড়ক উন্মোচন করেন আহসান হাবীব। ইব্রাহীম ঢাকা কমিক্সের একটি সুপারহিরো সিরিজ। এই সিরিজের মুখ্য চরিত্র ইব্রাহীম একজন অনাথ কিশোর কিন্তু তার মাঝে রয়েছে অলৌকিক শক্তি। এই অলৌকিক শক্তি নিয়ন্ত্রণ করে ইব্রাহীম মানুষের উপকার করতে পারবে কী না, সেটি এই সিরিজের মুখ্য বিষয়।