১১ মাস মহাকাশে কাটিয়ে রেকর্ড করলেন ক্রিস্টিনা কোচ

noname
noname

টানা ৩২৮ দিন মহাকাশে কাটিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্রিস্টিনা কোচ। এতেই কোনো নারীর পক্ষে সবচেয়ে বেশি দিন পৃথিবীর বাইরে থাকার রেকর্ড গড়েছেন তিনি। রেকর্ডটি এত দিন পেগি উইটসনের দখলে ছিল। তিনি ২৮৯ দিন মহাকাশে কাটিয়েছেন। তবে সবচেয়ে বেশি দিন মহাকাশে থাকার রেকর্ডটি (নারী-পুরুষ উভয়ের মধ্যেই) এখনো স্কট কেলির দখলে। তিনি ৩৪০ দিন কাটিয়েছেন পৃথিবীর বাইরে। আর মাত্র ১২ দিন মহাকাশে থাকলেই ক্রিস্টিনা কোচ হতেন সবচেয়ে বেশি দিন মহাকাশে থাকা মানুষ। গত ৬ ফেব্রুয়ারি কাজাখস্তানে অবতরণ করেন ক্রিস্টিনা কোচ। তাঁর সঙ্গী ছিলেন ইউরোপ ও রাশিয়ান স্পেস এজেন্সির দুই সহযাত্রী কমান্ডার স্কভারসভ ও লুকা পারমিতোন। এটিই ছিল ক্রিস্টিনা কোচের প্রথম মহাকাশ যাত্রা। প্রথমবারেই একাধিক রেকর্ডের মালিক হয়ে ফিরেছেন তিনি। নাসা টুইট করে জানিয়েছে, মার্কিন মহাকাশচারীদের মধ্যে এটাই দ্বিতীয় দীর্ঘতম মহাকাশ অভিযান। এ ছাড়া গত বছর অক্টোবরে আরও একটি রেকর্ড গড়েছেন তিনি। ৩২৮ দিনে তিনি মোট ৬টি স্পেস ওয়াকে অংশ নেন।

সূত্র: নাসা