কচ্ছপের খাবার আনা ও অন্যান্য

অলংকরণ : সব্যসাচী চাকমা
অলংকরণ : সব্যসাচী চাকমা

১.

বনের প্রাণীরা একসঙ্গে ডিনার করবে বলে ঠিক করল। খাবার কিনতে পাঠানো হলো কচ্ছপকে। দুই ঘণ্টা পার হয়ে গেল, তা–ও কচ্ছপ খাবার নিয়ে ফিরল না। 
খরগোশ: কচ্ছপকে আসলে খাবার আনতে পাঠানো উচিত হয়নি। অলসের হাড্ডি একটা!
এমন সময় কচ্ছপ মাথা বের করে দিয়ে বলল—
কচ্ছপ: অমন বললে কিন্তু আমি খাবার আনতে যাব না!

২.

ডাক্তার: আপনার জন্য একটা খারাপ খবর আছে, আরেকটা খুব খারাপ খবর আছে। কোনটা আগে শুনতে চান?
সৌরভ: খারাপ খবরটাই আগে বলুন।
ডাক্তার: আপনি আর ২৪ ঘণ্টা বাঁচবেন!
সৌরভ: আর খুব খারাপ খবরটা কী?
ডাক্তার: এই খবরটা বলার জন্য ২৩ ঘণ্টা ধরে আপনাকে খুঁজছি!

৩.

ইংরেজি শিক্ষক: তোমার প্রিয় অভিনেতা কে?
রাকিব: ‘আর্নল্ড শোয়ার্জনেগার’।
ইংরেজি শিক্ষক: বানান করো তো।
রাকিব: ইয়ে মানে আসলে আমার প্রিয় অভিনেতা ‘জেট লি’!

৪.

মেজবাহকে জোর করে ক্রিকেট আম্পায়ার বানিয়ে দিলেন আয়োজকেরা।
মেজবাহ: আমি জীবনে কোনো দিন আম্পায়ারিং করিনি। আমাকে কি প্রতি বলের পর দৌড়াতে হবে?
আয়োজক: না, ম্যাচ শেষে দৌড়াতে হবে!