নোমানের হলুদ পাখি

অলংকরণ : রাকিব রাজ্জাক
অলংকরণ : রাকিব রাজ্জাক

একদিন দুপুরে আমি কিআ পড়ছিলাম। খুব গরম ছিল, তাই ঘরের জানালা খুলে রেখেছিলাম। হঠাৎ একটা পাখি ঢুকে পড়ে আমার ঘরে। অনেক সুন্দর, হলুদ রঙের একটি পাখি। আমি আমার ছোট ভাই নোমানকে ডাকলাম পাখিটি দেখার জন্য। সে এসেই পাখি ধরবে বলে পাখিটির পেছনে ছোটাছুটি শুরু করে দেয়। ঘুরতে ঘুরতে অন্য ঘরে চলে যায় পাখিটা। সেই ঘরে ফ্যান চলছিল, আমরা খেয়ালই করিনি। উড়তে উড়তে ফ্যানে লেগে পড়ে গেল পাখিটা। আমি আর আমার ভাই দৌড়ে গিয়ে দেখি, পাখিটার একটা পা কেটে রক্ত পড়ছে আর একটা পাখা একটু ভেঙে গেছে। পাখিটা উড়তে পারত না, শুধু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটত। পাখিটাকে দেখে খুবই কষ্ট পেয়েছিল নোমান। ও অনেক ছোট, ক্লাস ওয়ানে উঠেছে। তবু নোমান পাখিটার সেবাযত্ন করে তাকে সুস্থ করে তোলে। পাখিটা সুস্থ হওয়ার পর আমি ও নোমান আমাদের বাসার ছাদে গিয়ে পাখিটাকে উড়িয়ে দিই। হলুদ পাখিটা মুক্ত আকাশে উড়তে থাকে তখন। নোমানও খুশিতে নাচতে শুরু করে।

লেখক : শিক্ষার্থী, দশম শ্রেণি, জয়পুরহাট সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, জয়পুরহাট