চিনির কৌটা খোঁজা ও অন্যান্য

অলংকরণ : সব্যসাচী চাকমা
অলংকরণ : সব্যসাচী চাকমা

স্বামী রান্নাঘরে ঢুকল
স্বামী: চিনির কৌটাটা কোথায় বলো তো, খুঁজে পাচ্ছি না।
স্ত্রী: রান্নাঘরে ঢুকে বাঁ হাতে যে টেবিল আছে, সেই টেবিলের ডান দিকে দেখো একটা শেলফ আছে। ওই শেলফের ৩ নম্বর ড্রয়ারে চারটা সাদা কৌটা আছে। ওই সাদা কৌটাগুলোর পেছনে দুটো গরমমসলার কৌটা আর একটা নীল কৌটা আছে। ওই নীল কৌটার মুখ খুললেই চিনি!
এই সহজ জিনিসটা খুঁজে পেলে না?

২.

টুলু: বল তো ফুটবলাররা কী ধরনের চা খায়?
ফারহান: কী? 
টুলু: পেনাল-টি!

৩.

শিক্ষক: তোমাকে কুকুরের ওপর রচনা লিখতে বলেছিলাম, সেটা এনেছ?
রফিক: আমি তো লিখতেই চেয়েছিলাম, কিন্তু কুকুরটা বারবার উঠে দৌড় দিল। কিছুতেই রাজি করানো
গেল না।