অনলাইনে সুহাসের আর্টিসানাট ইনিফিনিটি

‘সুন্দর হাসি সবার’ – সুহাস, এক শব্দে নতুন কিছুর আভাস। কোভিড ১৯-এর আক্রমণে লকডাউনের শহরে আমরা যখন শ্বাস ফেলতেও ভয় পাচ্ছি, তখন কয়েকজন কলেজপড়ুয়া শিক্ষার্থী এগিয়ে আসে ‘সুহাস’ নিয়ে। দেশের দারিদ্রসীমার নিচে অবস্থানরত মানুষদের সাহায্য করা ও কিশোর-তরুণদের সৃজনশীলতার বিকাশের লক্ষ্য নিয়ে তারা আয়োজন করে অনলাইনভিত্তিক প্রতিযোগিতা ‘আর্টিসানাট ইনিফিনিটি’। এই আয়োজনে প্রতিযোগীদের নিবন্ধন থেকে প্রাপ্ত অর্থের একটি অংশ অসহায়দের মাঝে বিলিয়ে দেওয়ার পরিকল্পনা করে সুহাস।

আয়োজনের কুইজ পর্বের ব্যানার
আয়োজনের কুইজ পর্বের ব্যানার

ফটোগ্রাফি, ডিজিটাল আর্ট, কার্টুন ও ক্যারিকেচার, পেইন্টিং, আর্টস-সহ নানা বিভাগে অনলাইনেই তারা যুক্ত করে এক শ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় সাত শ শিক্ষার্থীকে। দেশের বাইরে থেকেও কিছুসংখ্যক প্রতিযোগী অংশ নেয় এই আয়োজনে।

অনলাইনভিত্তিক এই আয়োজনে প্রাপ্ত অর্থ আসন্ন ঈদে নিম্ন আয়ের মানুষের মাঝে এবং করোনা কবলিতদের চিকিৎসায় প্রদান করা হবে। এই আয়োজনের ম্যাগাজিন পার্টনার ছিল কিশোর আলো।