জুমক্লাস

অলংকরণ : রাকিব রাজ্জাক
অলংকরণ : রাকিব রাজ্জাক

আজ প্রায় তিন মাস ধরে বাসায় বসে আছি। মা-বাবার সঙ্গে ভালোই সময় কাটছে। সবাই একসঙ্গে বসে আড্ডা, বিকেলে ঘুড়ি ওড়ানো, একসঙ্গে টিভি দেখা। বেশ ভালো কাটছে দিন।

কিছুদিন আগে থেকে আবার জুমে ক্লাস শুরু হয়েছে। এ এক অন্য রকম অভিজ্ঞতা। প্রথম যে দিন জুমে ক্লাস হলো, তখন তো কেউ অত কিছু বুঝত না। স্যার আমাদের বলে দিয়েছিলেন, ক্যামেরা আর স্পিকার অফ রাখতে। শুধু কোনো সমস্যা হলে স্পিকার অন করে সেটা বলতে।

সবাই তা করেছি। কিন্তু একজন আর অফ করেনি। স্যার আমাদের বোঝাচ্ছেন, হঠাৎ মেয়েটা বলে উঠল, ‘বোর্ডে না লিখে বকবক করতে আসছে…!’

স্যার শুনেছেন কি না জানি না, তবে শুধু মুচকি হেসেছেন।


লেখক : শিক্ষার্থী, একাদশ শ্রেণি, নবাবগঞ্জ সরকারি কলেজ, চাঁপাইনবাবগঞ্জ