আমেরিকান নাগরিকদের কানাডা ভ্রমণে সতর্কতা জারি
কোভিড-১৯–এর সংক্রমণের ছড়িয়ে পড়ার কারণে আমেরিকা তাদের নাগরিকদের কানাডা ভ্রমণের ব্যাপারে সতর্কতা জারি করেছে। কানাডাকে অতি ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে রেখেছে আমেরিকা। আমেরিকা ৮০টি দেশকে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রেখেছে। কানাডা ছাড়া অতি ঝুঁকিপূর্ণ দেশগুলোর তালিকায় রয়েছে ফ্রান্স, আয়ারল্যান্ড, আইসল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডস, পর্তুগাল, দক্ষিণ আফ্রিকা, স্পেন, সুইজারল্যান্ড ও ইংল্যান্ড।
৮ হাজার ৮৯১ কিলোমিটারজুড়ে কানাডা ও আমেরিকার সীমান্ত রয়েছে। আর আমেরিকার কমপক্ষে ১০০টি জায়গা থেকে কানাডায় সীমান্ত দিয়ে প্রবেশ করা যায়। আমেরিকা ও কানাডার নাগরিকদের দুই দেশে যাতায়াতের ক্ষেত্রে কোনো ভিসার প্রয়োজন হয় না। প্রতিবছর আমেরিকার দুই কোটির বেশি নাগরিক কানাডায় ভ্রমণ করেন। অনেকের সঙ্গে দেশটি চাকরির সম্পর্ক, আত্মীয়তা ও ব্যবসা-বাণিজ্যের সম্পর্ক রয়েছে। এই ভ্রমণে নিষেধাজ্ঞার কারণে কানাডার অর্থনীতিতে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেবে।