করোনা মহামারিতে কানাডায় ঈদ উদ্যাপনে ছন্দপতন
কানাডায় এ বছর ও ঈদ উদ্যাপনে ছিল ছন্দপতন। করোনা মহামারির কারণে মানুষ স্বাভাবিকভাবে ঈদ পালন করতে পারেনি। বিভিন্ন প্রদেশে বিভিন্ন ধরনের স্বাস্থ্যবিধি থাকার কারণে কানাডার বিভিন্ন জায়গার মানুষ একেকভাবে ঈদ পালন করেছে। করোনা মহামারির আগে কানাডায় বিশাল ঈদ জামাত হলেও এ বছর তা হতে পারিনি। কোনো প্রদেশে মসজিদে ৩০ জন জমায়েত হওয়ার নিয়ম ছিল, কোনো প্রদেশে ১০ জন, আবার মানিটোবা প্রদেশে সরকারি বিধিনিষেধের কারণে মানুষ মসজিদে নামাজ পড়তে পারেনি।
ম্যানিটোবার মসজিদ থেকে তাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সরাসরি খুতবা প্রচার করে, মানুষ নিজ বাসায় বসে অনলাইনে নামাজ পড়ে। যেসব প্রদেশে অল্প পরিসরে নামাজ পড়ার অনুমতি ছিল, সেখানেও অনলাইন বুকিং দিয়ে নামাজ পড়তে হয়েছে। অনলাইনে টিকিটের স্বল্পতার কারণে অনেককে নিজ নিজ বাসায় নামাজ পড়তে দেখা গেছে। কেউ কেউ পরিবার নিয়ে বিভিন্ন পার্কে গিয়ে শুধু পরিবারের সদস্য নিয়ে নামাজ পড়েছে। অনেকে আবার নিজ বাসার গ্যারাজের সামনে পরিবার বা বন্ধুদের নিয়ে নামাজ পড়েছে।
প্রায় সব প্রদেশে লকডাউনের বিধিনিষেধের কারণে কেউ কারও বাসায় যেতে পারেনি। অনেকে বাসার সামনে থেকে আত্মীয়-বন্ধুবান্ধবের সঙ্গে দেখা করে এসেছে। অনেকে নিজ নিজ পরিবারের সদস্যদের নিয়ে ঘুরে বেরিয়েছে বিভিন্ন পার্কে।