মোমেন ও নালেদি বৈঠক, ঢাকায় দক্ষিণ আফ্রিকার হাইকমিশন স্থাপনের অনুরোধ

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন ও দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক সহযোগিতা–বিষয়ক মন্ত্রী নালেদি প্যান্ডো বৈঠক করেছেন
ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকা সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন দেশটির আন্তর্জাতিক সম্পর্ক সহযোগিতা–বিষয়ক মন্ত্রী নালেদি প্যান্ডোর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। গত মঙ্গলবার প্রিটোরিয়ার আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক মন্ত্রণালয়ের অফিসে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর এ বৈঠক হয়।

বৈঠকে দক্ষিণ নালেদি প্যান্ডো বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে গুরুত্ব দিয়ে বলেন, এটি ভবিষ্যতে দুই দেশের মধ্যে সংহতি, বন্ধুত্ব এবং সহযোগিতার ঐতিহাসিক বন্ধন তৈরি করবে। বাংলাদেশের সঙ্গে ১৯৯৪ সালের ১০ সেপ্টেম্বর থেকে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। এখন এ সম্পর্ক ২৭ বছরে পা দিয়েছে।

দক্ষিণ আফ্রিকার মন্ত্রী চলতি বছরে বাংলাদেশের জাতীয় উল্লেখযোগ্য দিকগুলোর বিষয়ে টেনে বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দক্ষিণ আফ্রিকা সফরটি গুরুত্বপূর্ণ সময়ে হচ্ছে, যখন বাংলাদেশে মার্চ মাসে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপনের সময়টা জাতীয় জন্য তৎপর্যময়।

এ সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে এম আব্দুল মোমেন দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি অপহরণের বিষয়টিসহ দেশটিকে বসবাসরত বাংলাদেশিদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে তা সমাধানের অনুরোধ জানান। এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী দেশটির আন্তর্জাতিক সম্পর্ক সহযোগিতা–বিষয়ক মন্ত্রীর কাছে ঢাকায় দক্ষিণ আফ্রিকার হাইকমিশন স্থাপনের অনুরোধ করেন।