সিডনিতে ‘সোভিয়েত রাশিয়া ভাঙল কেন’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত

অনুষ্ঠানে কথা বলছেন বইটির লেখক বদরুল আলম খান
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিডনিতে দিনব্যাপী অনুষ্ঠানের মধ্য দিয়ে মোড়ক উন্মোচিত হলো বদরুল আলম খানের ‘সোভিয়েত রাশিয়া ভাঙল কেন’ বইয়ের। ১৩ নভেম্বর সিডনির স্ট্যানহোপ গার্ডেনসে আয়োজিত হয় এ মোড়ক উন্মোচন অনুষ্ঠান।

বইটি প্রকাশ করেছে বাংলাদেশের প্রথমা প্রকাশন। বইটির মোড়ক উন্মোচন আয়োজনে সিডনি প্রবাসী বাংলাদেশি সাহিত্যানুরাগী গুণীজনেরা অংশগ্রহণ করেন। উপস্থিত অতিথিরা একে একে বইয়ের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। উপস্থিত পাঠকেরা বইটির সাবলীল ভাষা, বিষয়বস্তুর স্বচ্ছতা এবং তীক্ষ্ণ বিশ্লেষণ ক্ষমতার প্রশংসা করেন। বইটি লিখেছেন অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি লেখক অধ্যাপক বদরুল আলম খান।

অনুষ্ঠানে বলশেভিক বিপ্লব ইউরোপের উন্নত পুঁজিবাদী কোনো দেশে না হয়ে রাশিয়াতে কেন হলো? সোভিয়েত রাশিয়া কেন ভাঙল? এর চারটি কারণের মধ্যে রুশ অতীতের সঙ্গে বিচ্ছেদ, সাম্রাজ্যের বিস্তার, অর্থনৈতিক স্থবিরতা এবং ঊনবিংশ শতাব্দীর রুশ সাহিত্যে তুলে ধরা বিপ্লবের দুর্বলতার দিকগুলোর ওপর আলোকপাত করেন বইয়ের লেখক বদরুল আলম খান। এ ছাড়া বইটি নিয়ে অন্যদের মধ্যে আলোচনা করেন ড. গৌতম গঙ্গোপাধ্যায়, ড. সুধীর লোধ, ড. মমতা চৌধুরী, রিয়াজ হক, লেখক রাজী আজমী, ড. সূর্য মজুমদার, আফসার আহমেদ, নওরোজ খালিদ, ফয়সাল খালেদ, জুলফিকার আহমেদ, ফাওজিয়া সুলতানা নাজলী প্রমুখ। শিল্পী চন্দনা গঙ্গোপাধ্যায়ের রবীন্দ্রসংগীতের একটি আসর দিয়ে শেষ হয় মোড়ক উন্মোচন অনুষ্ঠান।

অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন আশীষ ভট্টাচার্য।