অস্ট্রেলিয়ানদের আর্থিক সহায়তা

ছবি: অস্ট্রেলিয় সরকারে ফেসবুক পেজ

বাংলাদেশে বসবাসরত অস্ট্রেলিয়ানদের আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়ার সরকার। আজ অস্ট্রেলিয়া সরকারের পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগ এ ঘোষণা দেয়। করোনাভাইরাস মহামারিতে বাংলাদেশে আটকা পড়া অস্ট্রেলিয়ার নাগরিকদের এ দেশে বসবাসের খরচ হিসেবে এ সহায়তা দিচ্ছে সরকার। ঋণ আকারে জনপ্রতি এককালীন প্রায় ১ লাখ ২৪ হাজার টাকা থেকে ৩ লাখ ১০ হাজার টাকা পর্যন্ত দেবে অস্ট্রেলিয়ার সরকার। এ ছাড়া অস্ট্রেলিয়ায় ফিরে যাওয়ার জন্য বিমানের ভাড়া হিসেবে প্রায় ৬২ হাজার টাকাও ঋণ হিসেবে দেবে দেশটির সরকার। অস্ট্রেলিয়ার স্থায়ী বাসিন্দারাও এই আর্থিক সহায়তা গ্রহণ করতে পারবেন, যদি তাঁর পরিবারের সদস্যদের কেউ অস্ট্রেলিয়ার নাগরিক হয়ে থাকে।

ছবি: ঢাকা অস্ট্রেলিয় হাইকমিশনের ফেসবুক পেজ

বাংলাদেশের ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে ১৫ সেপ্টেম্বর এই বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে আটকে পড়া অস্ট্রেলিয়ার নাগরিকদের জীবিকা নির্বাহ ও দেশে ফেরত যেতে সহায়তা দিতে নতুন এ দুটি আর্থিক পরিকল্পনা করে অস্ট্রেলিয়ার সরকার।