আন্তর্জাতিক শিল্পীদের নিবেদন ‘কাজীর কিরণে’

কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানটি সম্প্রচারিত হয়েছে ২৫ মে অনলাইনে দুই সংস্থার ফেসবুক পেজ ও ইউটউব চ্যানেলে
ছবি: লেখা

ভারতের স্বনামধন্য রূপান্তরিত নারী বাচিক শিল্পী, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক চারুলতা প্রামাণিকের সংস্থা ‘নান্দনিক মানুষ’ ও রবীন্দ্রসংগীতে স্বর্ণপদকপ্রাপ্ত সংগীতশিল্পী আর্য শাওন ভট্টাচার্যের সংস্থা ‘আর্য সংগীত একাডেমি’র যৌথ প্রয়াসে আয়োজিত হলো ‘কাজীর কিরণে’ শীর্ষক অনুষ্ঠান। কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মবার্ষিকী উপলক্ষে এ শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানটি সম্প্রচারিত হয়েছে ২৫ মে অনলাইনে দুই সংস্থার ফেসবুক পেজ ও ইউটউব চ্যানেলে।

এ অনুষ্ঠানে কবিতাপাঠে অংশ নেন সুদূর আমেরিকা থেকে কাজী নজরুল ইসলামের পৌত্রী অনিন্দিতা কাজী, ভারত থেকে অভিনেত্রী শকুন্তলা বড়ুয়া, লাবণী সরকার, দোলন রায় এবং লন্ডন থেকে সৈয়দ আল ফারুক। সংগীত উপস্থাপনায় ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীতশিল্পী লোপামুদ্রা মিত্র, চন্দ্রাবলী রুদ্র দত্ত, লাজবন্তী রায়, ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়, নাহিদ নাজিয়া, দীপাবলি দত্ত, সৌমিলি কুণ্ডুসহ পরিচালক আর্য শাওন। নৃত্য নিবেদনে ছিলেন পলি গুহ, কোহিনুর সেন বরাট, দেবামিত্রা সেনগুপ্ত ও অনুরেখা ঘোষের মতো প্রখ্যাত নৃত্যশিল্পীরা। এ ছাড়া উদীয়মান নৃত্যশিল্পী সেঁজুতি ভৌমিক, প্রিয়াঙ্কা দাস চৌধুরী ও অনন্যা ভৌমক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃতী বাচিক শিল্পী সুচরিতা রায়।