আমি নারী

নারী নির্যাতন
প্রতীকী ছবি

আমি নারী।
বিশ্বজগতে আমি এক কায়া,
আমি কি কেবলই মাতা
ভগ্নি কন্যা আর জায়া?
চাই যদি হতে পারি
তাণ্ডব ঝড় আমি
হতে পারি ফুঁসে ওঠা
দুরন্ত সুনামি।
আমি নারী।
আমি বিরাজি
গিরি পর্বতের চূড়ায়,
সাগরের অতলে ও তুমি
খুঁজে পাবে আমায়।
আমি শিক্ষক আমি ডাক্তার
আমি আকাশে উড়াই বিমান,
প্রকৌশলী আমি
গড়ি শহর নগর দিনমান।

আমি কবি আমি সাহিত্যিক
আমি লেখক আমি সাংবাদিক,
কথার মালা সাজিয়ে আমি
প্রচার করি দিগ্‌বিদিক।
বিজ্ঞানী আমি কর্মের জগতে
প্রশাসন চালাই দেশে দেশে
আমার দুটি নিপুণ হাতে।


আমি নারী।
নভোযানের নাবিক আমি
মহাকাশচারী,
গ্রহ নক্ষত্র ভেদি আমি
অজানার সন্ধানে ফিরি।
পূর্ণ করে মনের অভিলাষ
সফল হতে পারি আমি নিজে,
যেখানেই যাও না কেন তুমি
পাবে আমায় খুঁজে।
আমি ইন্দিরা আমি মার্গারেট
আমি সাহসিনী বেনজির,
আমি শক্তি হাসিনার
আমি প্রত্যয় হিলারির।

আমি নারী।
হে পুরুষ, আমারই গর্ভে
আমি লালন করি তোমায়,
যুগে যুগে দিয়েছি উপহার
মানব রত্ন আমি বিশ্ব মাতায়।
টগবগ করে রক্ত আমার
যখন তুমি উলঙ্গ কর আমারে,
শুষে নিয়ে সবটুকু নির্যাস
ছুড়ে ফেলে দাও অবজ্ঞা ভরে।
প্রতিজ্ঞা করি আমি আজ
জন্ম দিয়ে গড়ব একদিন
আদর্শ পুত্র তোমারে,
কলুষিত মনে জাগাতে প্রেম
যুগে যুগে আমি আসব ফিরে।

*জাহান সৈয়দ, ওকভিল, অন্টারিও, কানাডা