ইস্ট লন্ডন মসজিদ পরিদর্শনে সস্ত্রীক প্রিন্স উইলিয়াম

ইস্ট লন্ডন মসজিদ পরিদর্শনকালে কমিউনিটির নেতাদের সঙ্গে কথা বলছেন প্রিন্স উইলিয়ামস ও প্রিন্সেস কেট মিডলটন
ছবি: লেখক

ইংল্যান্ড ইমার্জেন্সি ট্রাস্টের অন্যতম পৃষ্ঠপোষক প্রয়াত প্রিন্সেস ডায়ানা ও প্রিন্স চার্লসের ছেলে প্রিন্স উইলিয়াম এবং তাঁর স্ত্রী প্রিন্সেস কেট মিডলটন ১৫ সেপ্টেম্বর ইউরোপের সবচেয়ে বড় ইস্ট লন্ডন মসজিদ পরিদর্শন করেন।

করোনাকালে ইস্ট লন্ডন মসজিদের পক্ষ থেকে মানবতার সেবায় উল্লেখযোগ্য ভূমিকা রাখায় ব্রিটিশ রাজপরিবারের এই দুই সদস্য মসজিদ পরিদর্শন করেন।

ডিউক ও ডাচেস অব কেমব্রিজ প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস কেট পরিদর্শনকালে মসজিদ পরিচালনা কমিটির চেয়ারম্যান হাবিবুর রহমান, নির্বাহী পরিচালক দিলওয়ার খানসহ সবার সঙ্গে পরিচিত হন। ডিউক ও ডাচেসকে মসজিদ এবং মুসলিম সেন্টারের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অভিহিত করা হয়।

রাজপরিবারের এই দুই সদস্য অত্যন্ত মনোযোগ দিয়ে সবার কথা শোনেন। করোনার সময় কমিউনিটির সেবায় সাহসিকতার সঙ্গে সহযোগিতা প্রদানের জন্য তাঁরা মসজিদ কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। এই সময়ে বিভিন্ন সেবা কার্যক্রম পরিচালনার জন্য যেসব প্রতিষ্ঠান মসজিদকে সহযোগিতা দিয়েছে তাদের সঙ্গেও কথা বলেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন।

পরে প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস কেটকে মসজিদ প্রাঙ্গণে উৎপাদিত মধু উপহার হিসেবে দেওয়া হয়।