ওয়াশিংটনে বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবসে মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ ও যুবলীগের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ৪৯ তম মহান বিজয় দিবস উপলক্ষে মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ ও যুবলীগের যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভার্জিনিয়ার ফলস চার্চ কাবাব কিং রেস্টুরেন্টে গত বুধবার (১৬ ডিসেম্বর) এই সভা অনুষ্ঠিত হয়। করোনার পরিস্থিতির কারণে সীমিত পরিসরে এই আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সহসভাপতি মোহাম্মদ শফিকুল আযম আজাদ। পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম। সভার শুরুতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ভিডিও কলের মাধ্যমে শুভেচ্ছা বক্তব্যে দেন। তিনি করোনা মহামারির মধ্যেও সশরীরে হাজির হয়ে সভা করার জন্য মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের নেতাদের আন্তরিক ধন্যবাদ জানান।

বক্তব্য দেন মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সহসভাপতি শাহরিয়ার আলমগীর, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক নুরুজ্জামান তালুকদার, এম নবী বাকী, মেট্রো ওয়াশিংটন আওয়ামী যুবলীগের সভাপতি রাবিউল ইসলাম ও সহসভাপতি সাইফুল ইসলাম।

সভায় সমবেত নেতাদের একাংশ
ছবি: সংগৃহীত

এম নবী বাকী তাঁর বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরেন।
সমাপনী বক্তব্য দেন মোহাম্মদ শফিকুল আযম আজাদ। তিনি সকলকে ধন্যবাদ জানিয়ে সভার ইতি টানেন।
সভায় আরও উপস্থিত ছিলেন মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিমন সর্দার, সদস্য কাউসার আলম, সদস্য ডি কে শহিদুল, যুবলীগের সাধারণ সম্পাদক সর্বজিৎ দাশ, সহসভাপতি সৈয়দ রোকন, যুগ্ম সম্পাদক আজহার উদ্দিন, যুগ্ম সম্পাদক ইমরান হামিদ, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, প্রচার সম্পাদক আবদুল্লাহ শাওন ও সৈয়দ জামিল।