করোনায় মৃত্যুহীন দিন পার করল পর্তুগাল

ছবি: রয়টার্স

দ্বিতীয়বারের মতো গত সোমবার করোনায় মৃত্যুহীন দিন পার করল পর্তুগাল। ইউরোপের দেশ পর্তুগালে গত রবি ও সোমবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

বর্তমানে যখন বিশ্বের প্রায় সব দেশের করোনাভাইরাসের প্রকোপ বাড়ছে, তখন দ্বিতীয়বারের মতো মৃত্যুহীন দিন অতিবাহিত করায় বড় আশার আলো দেখছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞরা মনে করছেন, শুধু দীর্ঘ লকডাউন ও জনগণের সহযোগিতার ফলে এটা সম্ভব হয়েছে। এ পর্যন্ত দেশটিতে করোনায় মোট ১৬ হাজার ৯৬৫ জন মারা গেছেন। আক্রান্ত মানুষের সংখ্যা আট লাখ ৩৪ হাজারের বেশি।

অন্যদিকে, পর্তুগালে ২৯ লাখ ১৩ হাজার ৮৯৫টি টিকা প্রয়োগ করা হয়েছে, যা পর্তুগিজ জনসংখ্যার প্রায় ৭ শতাংশ। এদিকে ২০ এপ্রিল এক দিনে ৯৪ হাজারের বেশি করোনা পরীক্ষা করা হয়েছে, যা মহামারি শুরু থেকে এ পর্যন্ত এক দিনে সর্বোচ্চসংখ্যক কোভিড-১৯ পরীক্ষার রেকর্ড।

উল্লেখ্য, ২০২০ সালের মার্চ মাসে জরুরি অবস্থা ঘোষণার পর গত ২ আগস্ট প্রথমবারের করোনায় মৃত্যুহীন ছিল দেশটি।