ক্ষতিগ্রস্ত প্রবাসীদের কথা শুনলেন হাইকমিশনার

দক্ষিণ আফ্রিকায় লুট হওয়া এক বাংলাদেশির মালিকানাধীন একটি দোকান
ছবি: লেখক

সম্প্রতি দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে স্থানীয় ব্যক্তিদের ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় নিঃস্ব হয়ে যাওয়া কয়েক শ প্রবাসীর সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মতবিনিময় করেছেন হাইকমিশনার নূর-ই হেলাল সাইফুর রহমান।

গত ২৭ মে ব্লুমফন্টেইনের চেকআউটে হাইকমিশনারের নেতৃত্বে দূতাবাসের একটি দল ক্ষতিগ্রস্ত বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় হাইকমিশনার একে একে উপস্থিত সব প্রবাসীর নিমেষেই নিঃস্ব হয়ে যাওয়ার ঘটনা শোনেন।
হাইকমিশনার নূর-ই হেলাল সাইফুর রহমানকে ঢাকা বিমানবন্দরে দক্ষিণ আফ্রিকাপ্রবাসীদের হেনস্তার কথা তুলে ধরে অতিসত্বর তা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানান প্রবাসীরা। এ সময়ে প্রবাসীরা বলেন, ‘আমার দেশে বিমানবন্দরে যতটা অপমানিত ও হেনস্তার শিকার হই, অন্য কোনো দেশে তা হই না।’

দক্ষিণ আফ্রিকায় লুট হওয়া এক বাংলাদেশির মালিকানাধীন একটি দোকান
ছবি: লেখক

হাইকমিশনার নূর-ই হেলাল সাইফুর রহমান বলেন, ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা করা হয়েছে। এটা দক্ষিণ আফ্রিকা কর্তৃপক্ষকে জানানো হবে। প্রবাসীদের অভিযোগগুলো বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে।
দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে নিরাপত্তাকর্মীর গুলিতে আন্দোলনরত শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় ১৭ মে দিবাগত রাতে শুরু হয়ে টানা চার দিন বিদেশিদের বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর, অগ্নিসংযোগ, ব্যাপক লুটপাটের ঘটনা ঘটে। বাংলাদেশিদের মালিকানাধীন অনেক দোকান এ সময় আক্রান্ত হয়ে লুট হয়েছে। অনেক প্রবাসী সবকিছু হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে গেছেন।