জার্মানিতে শীতের আগের পশু-পাখি

বছরের প্রায় পুরোটা সময়ই ইউরোপ শীতের চাদরে মোড়া থাকে। বরফে ঢাকা থাকে চারপাশ। এই অঞ্চলে শীত আসার আগে পশু-পাখিরা ব্যস্ত থাকে খাবারের খোঁজে। কেউ কেউ পাড়ি জমায় বাংলাদেশের মতো দূর নাতিশীতোষ্ণ দেশে। কিছু পাখি আবার থেকে যায় জার্মানির ফ্রাইবুর্গের মতো শহরে, যেখানে ঠান্ডা কিছুটা কম। শীতে ফ্রাইবুর্গের জলাধারগুলো পুরোটাই বরফে ঢেকে যায় না। জার্মানির ফ্রাইবুর্গ থেকে নাহিদ হাসান সুমনের পাঠানো কিছু ছবি।

১ / ৭
অনেক দিন পর একটি রৌদ্রোজ্জ্বল দিন। স্ট্যাডগার্টেনের জলাধারের যেটুকু পানি এখনো বরফ হয়ে জমে যায়নি, সেখানে গোসল সেরে নিচ্ছে হাঁসটি।
২ / ৭
শীতের আগে শুকনা গাছের ডালে খাবারের সন্ধানে কাঠঠোকরা।
৩ / ৭
বরফে ঢেকে গেছে গাছের ডাল, তার মধ্যেই খাবার খুঁজছে একটি কাঠঠোকরা।
৪ / ৭
শীতের আগে শুকনো গাছের ডালে খাবার খুঁজছে একটি কাঠবিড়ালি।
৫ / ৭
সি পার্কের লেকে দেখা মেলে অনেক পানকৌড়ির।
৬ / ৭
পাহাড়ি কবুতরের আড়মোড়া ভেঙে ডানা মেলার প্রস্তুতি।
৭ / ৭
এমন ঘুঘুর দেখা মেলে বাংলাদেশ আর জার্মানির সবখানে। হয়তোবা, মানুষের মতো সে–ও তাকিয়ে আছে করোনামুক্ত একটি সুন্দর সময়ের দিকে।