দুর্ঘটনা

থমকে থাকি দাঁড়িয়ে

দেখে আকস্মিক দুর্ঘটনা,
মেহেদির রঙে রাঙানো ছিল
নবদম্পতির হাতখানা!

শখ করে নববধূর
কপালে দিয়েছিল কালো টিপ
কে জানত ভূলুণ্ঠিত ভাবে
রাস্তায় তাদের জীবনপ্রদীপ!

যেই আচল দিয়েছে—
বাংলা মা বিছিয়ে,
সেই আঁচলে জড়িয়ে
স্বামীহারা হয়েছে এক মেয়ে!

দাঁড়িয়ে কি ছিলাম আমি মৃত্যুর মিছিলে?
এ যেন মিশে গেছি তামাশায় শামিলে!

এটা কি স্বাধীনতা (!)
রাস্তায় বেরোলে মৃত্যুর ডাক?
তার ও বেশী করুণ সুর—
সেই বেঁচে যাওয়া লোকেদের হাঁক!

*লেখক: ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অটোমেশন, চাংশা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাংশা, হুনান, চীন