পর্তুগাল লকডাউন শিথিল করছে, চলেছে কনসার্টও

পর্তুগালের প্রধানমন্ত্রী আন্তোনিও
ছবি: সংগৃহীত

দ্বিতীয় ধাপে লকডাউন শিথিল করছে পর্তুগাল। আজ সোমবার দেশটিতে লকডাউনের নতুন এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। এদিন থেকে নির্দিষ্ট ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান, প্রাথমিক, দ্বিতীয় ও তৃতীয় সার্কেলের শিক্ষাপ্রতিষ্ঠান, কফি শপ ও রেস্তোরাঁ, খেলাধুলা কার্যক্রম, শরীরচর্চাকেন্দ্র, জাদুঘর, রাজপ্রাসাদসহ বিভিন্ন প্রদর্শনী কেন্দ্র খুলে দেওয়া হবে।

এদিকে গতকাল রোববার লিসবনে মারতিম মুনিজ স্কয়ারে শপা দা পেদ্রো অ্যাসোসিয়েশনের আয়োজনে ডান্স ও ছোট পরিসরে কনসার্ট অনুষ্ঠিত হয়েছে, যা দিয়ে পর্যটনকেন্দ্রগুলো খুলে দেওয়ার জানান দিচ্ছিল তারা।

পর্তুগালের প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তা ১ এপ্রিল এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘পরিকল্পনা অনুযায়ী আমরা সামনের দিকে অগ্রসর হতে পারি। তবে অবশ্যই আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে।’ তিনি আরও বলেন, ‘বিশ্ব যেখানে নতুন করে বিধিনিষেধ আরোপ করছে, আমরা তখন স্বাভাবিক জীবনের দিকে ফিরে যাচ্ছি। এটি আমাদের জন্য গৌরবের।’