ভালো থাকুক

অলংকরণ: মাসুক হেলাল

এত বছর পর নতুন করে ভালোবাসা মানে—  
    পুনরায় কিছু হারানোর প্রারম্ভিক ঘোষণা।
আবার কারোর মায়ার টান মানে—
  ভালোবাসার কিছু ধারাবাহিক ভুল বিবর্তন।
নতুনভাবে প্রেমে পড়া মানে—
আরও কিছু মৃত মায়ার মিছিল।
আবার একজন নতুন মানুষ মানে—
মনের ভেতরে আরেকটি মহাশূন্য।
তবুও—
ভালো থাকুক—
সব নতুন মেনে নেওয়া ভবিষ্যৎ।
ভালো থাকুক—
মহাকাশের কিছু মুখস্থ স্বপ্ন।
ভালো থাকুক—
অচেনা চোখ জোড়ার এক ফোঁটা হাসি।
ভালো থাকুক—
পেছনের ঘুণে ধরা ভালোবাসারা।

*নুসরাত আহমেদ আশা, মিউনিখ, জার্মানি