মস্কোয় শিক্ষার্থীদের সঙ্গে রাষ্ট্রদূতের আলোচনা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন রাশিয়ার রাজধানী মস্কোতে বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূত কামরুল আহসান
ছবি : সংগৃহীত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপলক্ষে বাঙালি শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা সভা হয়েছে রাশিয়ার রাজধানী মস্কোতে বাংলাদেশ দূতাবাসে। রাষ্ট্রদূত কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রী ও চ্যানারি প্রধান এন্ড্রিও ড্রগং এবং রাশিয়ায় পড়ুয়া ৭৮ জন বাংলাদেশি শিক্ষার্থী অংশ নেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে কেন্দ্র করে শিক্ষার্থীরা প্রতিনিধিত্ব করেন রাশিয়ার ২৩টি বিশ্ববিদ্যালয় থেকে। শিক্ষার্থীরা তুলে ধরেন ৭ মার্চের ভাষণের পর ১৯৭১ সালে হওয়া যুদ্ধ থেকে শুরু করে বঙ্গবন্ধুর স্বপ্নের আজকের ডিজিটাল বাংলাদেশের পথচলা।

অনুষ্ঠানে কয়েকজন শিক্ষার্থী বক্তব্য দেন। ৬ মার্চ রাশিয়ার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় শুরু হয়ে এ আলোচনা সভা শেষ হয় রাত ১০টার দিকে।

আলোচনা সভায় শিক্ষার্থীদের যাপিত জীবনের সুবিধা, অসুবিধা ও বিশ্ববিদ্যালয়গুলো নিয়েও কথা হয়।

  • লেখক: নাফিজা রহমান, শিক্ষার্থী, ভরনেজ সেস্ট ইউনিভার্সিটি অব ফরেস্টি অ্যান্ড টেকনোলজি, রাশিয়া।