যদি মন চায় তুমি চলে এসো  

যদি মন চায় তুমি চলে এসো
এই মনেতে এখনো প্রেম ভিড় করে আছে।
এখনো তারারা মিটিমিটি হাসে
আলোরা রং বদলায়
সংগৃহীত দুঃখ নিয়ে
মন জানে দাবানলের ক্ষয়ক্ষতি।
বয়স তো সবটুকুই বেড়েছে
অথচ বসন্ত আজও ভিড় করে এই মনে
দিশেহারা পাখির মতো এলোমেলো  
সুতো ছেঁড়া ঘুড়ির মতো ছন্দপতন,
যন্ত্রণাকে এখন দমকা হাওয়ায় উড়িয়ে দিয়ে
মৌনতা রেখেছি এই বুকে
আর তুমি? নেপথ্য শিল্পী হয়ে
আমার জলসা ঘরে চিহ্নহীন রেখে যাও ভৈরবী।

নিজের নিয়মেই থাকি এখন নিজে
মনের গহিনে আজ শ্রাবণ
অথচ তুমি নেই, তুমি নেই
‘আমার পরান যাহা চায়’
‘তুমি চলে এসো, এই বরষায়।’
তুমি শুদ্ধ হয়ে এসো, যা কিছু লুকোনো, ব্যক্তিগত
তুমি এসো সফেন চূড়ায় শঙ্খ বাজিয়ে, টুকিটাকি ব্যথা ভুলে
ভুলের তাণ্ডব, ক্রোধ ছেড়ে, প্রিয়ভাষ হয়ে
অকারণ গাঢ় অভিমান ছেড়ে, স্বয়ংক্রিয়ভাবে
নিশ্বাসের ঘ্রাণ আর রংধনুর রোমাঞ্চ নিয়ে।
আমি উন্মাদ,
আমি আজ উন্মাদ
আমার ভেতরে নৃত্য করে ছাগলছানা
বিলকুল নীহারিকা।

*লেখক: শরীফুল আলম, হাডসন, নিউইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র