লকডাউন

শোনা যায় মানুষের হাঁটাহাঁটি ঘরের ভিতর, 

ভর করে মরণের ভয়, বিপন্ন জীবন
মেঘের অস্বচ্ছ আলোয় নিঝ্‌ঝুম চারদিক
জনপদে লকডাউন, মৃত্যুপুরী যেন সমস্ত শহর;

অনাদরে পড়ে থাকে খেতের ফসল
পাখিদের কলরব নেই সবুজের বনে,
গান নেই বাতাসে, পাতার মর্মরে
গাছে গাছে নিশ্চুপ বসে শকুনের দল;

যেতে চাই দুরন্ত বাতাসে, শ্যামল প্রান্তরে
ঝিলের শান্ত জলে ডিঙি নৌকায়,
দেখিব সৈকতে ধেয়ে আসা সাগরের ঢেউ
ঝাউয়ের পাতায় গোধূলি কেমন খেলা করে

ভোরের পাখির মতো ঘরবন্দী মানুষ কখনো
আকাশের নিচে, অবিরাম লকডাউন চলে
মৃতের জগতে, বন্দী যারা চিরতরে
সেই ভুবনে, ঘরে ফেরা হয় না তাদের;
ঝড়ে পড়ে যায় সব ফুল সব পাতা,
আজ জীবিত-মৃত মানুষ সব এক কাতারে।