সিডনিতে বাংলাদেশিদের ক্যানসার নিরাময় তহবিল সংগ্রহে ‘বিগেস্ট মর্নিং টি’

গত ২০ জুন ব্ল্যাকটাউনের আয়োজন করা
ছবি: সংগৃহীত

গত ২০ বছরের ধারাবাহিকতায় অস্ট্রেলিয়ার সিডনিতে আয়োজিত হয়ে গেল বাংলাদেশিদের আয়োজন ক্যানসার নিরাময় তহবিল সংগ্রহ। নিউ সাউথ ওয়েলস রাজ্য সরকারের ক্যানসার কাউন্সিলের জন্য তহবিল সংগ্রহে ২০০১ সাল থেকে আয়োজিত হয়ে আসছে ‘বিগেস্ট মর্নিং টি’ অনুষ্ঠানের। এর আগে কেবল গত বছর করোনা মহামারির কারণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। সিডনির ল্যাকেম্বা, ব্ল্যাকটাউন ও মাস্কটে গত জুন মাসের তিন দিনে চা-নাশতার বিনিময়ে আর্থিক তহবিল সংগ্রহের এ আয়োজনে সাগ্রহে অংশ নেন সিডনিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।

২০ বছর ধরে ‘গুড মর্নিং বাংলাদেশ’ শিরোনামে এই তহবিল সংগ্রহের কার্যক্রম পরিচালনা করে আসছে বাংলাদেশি প্রয়াত বিশ্ববিদ্যালয় শিক্ষক ড. আবদুল হক ও তাঁর পরিবার। ক্যানসার কাউন্সিলের তহবিল সংগ্রহের কার্যক্রমের শুরু থেকেই সহযোগিতা করে আসছেন প্রবাসী বাঙালিরা। এ আয়োজনে বাঙালিরা বিভিন্ন দেশীয় খাবার তৈরি করে নিয়ে আসেন। অন্য আগত বাঙালি পরিবারেরা তা কিনে খায়। এভাবেই ক্যানসার কাউন্সিলের জন্য অর্থ সংগ্রহ করেন প্রবাসী বাংলাদেশিরা। এবারের আয়োজনে প্রায় ২৫ লাখ টাকা সংগ্রহ করা হয়। এ আয়োজন শুরু থেকে এখন পর্যন্ত প্রায় ১ কোটি ৯০ লাখ টাকা অনুদান সংগ্রহ করেছে।

প্রতিবার এ আয়োজনে স্থানীয় রাজনীতিবিদসহ ক্যানসার কাউন্সিলের পরিচালকমণ্ডলী ও বিশিষ্টজনেরা বাংলাদেশিদের উৎসাহ জোগাতে ও ধন্যবাদ জানাতে উপস্থিত থাকেন। এবারের আয়োজনেও দেশটির বিশিষ্ট ব্যক্তি, সাংসদ এবং অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতির অনেকে উপস্থিত ছিলেন।

আয়োজনটির সমন্বয়কারীদের একজন তানভীর শহীদ বলেন, ‘এই আয়োজন আরও জোরদার করতে কমিউনিটির আরও বেশি সমর্থন এবং স্বেচ্ছাসেবকের অংশগ্রহণ চাই।’