বাবার পছন্দ রেজওয়ানা, ছেলের দ্য রুটস

কাউন্সিলম্যান ড. নুরুন নবী এমন একজন ব্যক্তিত্ব যাকে নিয়ে এই প্রবাসে বাঙালি গর্ব করতে পারে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে কাদেরিয়া বাহিনীর ‘ব্রেইন’ হিসেবে পরিচিত এই মানুষটি একাধারে বিজ্ঞানচর্চা, লেখালেখি, রাজনীতি, সমাজসেবা, সংগঠন—প্রত্যেকটি ক্ষেত্রে আপন মহিমায় ভাস্কর। তাঁর নেতৃত্বে কিছুদিন আগে শেষ হলো নিউইয়র্ক বইমেলা। মুশফিক নবী তাঁর বড় ছেলে। রাটগার ইউনিভার্সিটি থেকে ইকোনমিকস ও কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েশন করার পর তিনি ব্যাংকিং পেশাকে বেছে নিয়েছেন। মুশফিক নবী বর্তমানে নিউইয়র্ক সিটির ওয়াল স্ট্রিটে ইউরোপের একটি প্রধান ব্যাংকে অ্যান্টি ফিন্যান্সিয়াল ক্রাইম বিভাগে ভাইস প্রেসিডেন্ট পদে কর্মরত। দুই প্রজন্ম বিভাগে আজ আমরা শুনব বাবা নুরুন নবী ও ছেলে মুশফিক নবীর পছন্দ অপছন্দের কথা। লিখেছেন মনিজা রহমান

নুরুন নবী, মুশফিক নবী
নুরুন নবী, মুশফিক নবী

১. যাদের অভিনয় দেখতে ভালো লাগে…
নুরুন নবী: কবরী, জেন ফন্ডা, সুচিত্রা।
মুশফিক নবী: মরগান ফ্রিম্যান
২. প্রিয় পোশাক...
নুরুন নবী: ক্যাজুয়াল শার্ট ও জ্যাকেট।
মুশফিক নবী: টিশার্ট, জিনস।
৩. কখন বিরক্ত লাগে…
নুরুন নবী: মধ্যরাতে ফোন এলে। এমনিতে ঘুম কম হয়। তখন কেউ ফোন করলে খুব বিরক্ত লাগে। আর কেউ যখন মিথ্যা কথা বলে, চক্ষু লজ্জায় কিছু বলতে পারি না, তখন বিরক্ত লাগে।
মুশফিক নবী: কথা দিয়ে যখন কেউ দেরি করে আসে।
৪. পরস্পরের চরিত্রের পছন্দ ও অপছন্দের দিক…
নুরুন নবী: মুশফিক সবার প্রতি খেয়াল রাখে। বিপদে আপদে ছুটে যায়। এটা আমার খুব ভালো লাগে। তবে ওর আত্মসম্মানবোধ একটু বেশি, কেউ কিছু উল্টাপাল্টা বললেই মেজাজ খারাপ করে তার সামনে। অথচ বিষয়টা কৌশলেও এড়িয়ে যেতে পারে
মুশফিক নবী: বাবা যদি কখনো চিন্তা করে একটা কাজ শুরু করবে, সেটা যে কোনোভাবে করে ছাড়ে। এটা খুব ইতিবাচক দিক। আর বাবা বাসার কোনো কাজ করে না বা করতে পারে না, যেটা আমেরিকানদের মধ্যে নেই।
৫. প্রিয় খাবার …
নুরুন নবী: ডাল-ভাত ও লাল মরিচ দিয়ে মাছের ভর্তা।
মুশফিক নবী: বিফ আর হাড় স্যুপ, যার এখানকার নাম ‘ফ’।
৬. যার গান ভালো লাগে…
নুরুন নবী: রেজওয়ানা চৌধুরী বন্যা ও আবদুল আলিম।
মুশফিক নবী: দ্য রুটস
৭. যেখানে যেতে চাই বারবার...
নুরুন নবী: দ্বীপ ও সমুদ্রের তীরে যেতে খুব ভালো লাগে। বাহামার আটলান্টিজ আইল্যান্ড।
মুশফিক নবী: পর্তুগাল।
৮. পছন্দের বাহন...
নুরুন নবী: এখন গাড়ি ও বাংলাদেশে থাকতে ছিল নৌকা।
মুশফিক নবী: গাড়ি।
৯. প্রিয় লেখক...
নুরুন নবী: রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ও সেলিনা হোসেন।
মুশফিক নবী: টেনেসি ও রবীন্দ্রনাথ ঠাকুর।
১০. অবসরে কাটে যেভাবে...
নুরুন নবী: টিভি দেখি
মুশফিক নবী: রান্না করি ও বাইরে খেতে যেতে ভালো লাগে।
১১. টেলিভিশনে যে অনুষ্ঠান দেখতে ভালো লাগে...
নুরুন নবী: শিক্ষামূলক অনুষ্ঠান, ন্যাশনাল জিওগ্রাফিক, ভ্রমণ সংক্রান্ত ও খবর।
মুশফিক নবী: ডকুমেন্টারি।
১২. প্রিয় রং...
নুরুন নবী: নীল।
মুশফিক নবী: নীল।