মাছি জীবন


হলো না মানুষের কাছে যাওয়া,
এল না মানুষ কাছাকাছি
মানুষের রক্তাক্ত পাঁজরে,
ভন ভন করল নীল মাছি।


মুখ ফিরিয়ে নিচ্ছে পাখি
মুখ ফিরিয়ে নিচ্ছে পাতা
মানুষের শরীরে ক্ষত দেখে
মাছিগুলো ঘষছে মাথা।


ভয়ের মৃত্যু মানেই দ্রোহের বেঁচে থাকা—
আঁধার সরে গেলেই তোমার জেগে ওঠার
পর্ব শুরু—প্রিয় সূর্য,
নিঃসঙ্গতার দুপুরগুলো কি তবে জীবনের
শেষ পরিণাম—
মাছি জীবনেই তারা খুঁজবে সকল প্রাচুর্য !


দাঁড়িয়েছিলে। থেমে যাচ্ছ!
তোমাকে থামতেই হবে,
কারণ তুমি মাছি সেজে শুধুই
নিয়েছ মধু ঘ্রাণ;—
তাকাওনি মানুষের দিকে
অথচ কথা ছিল ক্রমশ উত্তর-সমুদ্রে
ভেড়াবে সাম্পান।


‘চুপ করে থাকো’—বললেই
থাকা যায় কি চুপ!
বাষ্প উড়ে-সমুদ্রে, সবুজে
জ্বলে আলো, গন্ধ ছড়ায় ধূপ।