বিশ্ব সিলেট সম্মেলন

সারা বিশ্বে এখন প্রবাসী বাংলাদেশির সংখ্যা কত? কেউ বলেন ৮০ লাখ; কেউ বলেন এক কোটি; কেউ বলেন এক কোটির ওপরে। নির্দিষ্ট করে সংখ্যাটা কেউ বলতে না পারলেও এটা স্পষ্ট যে এই সংখ্যাটা বিপুল। গত দুই যুগে তাদের অর্জনও বিশাল। প্রবাসে এখন তাঁদের মধ্যে বহু সংখ্যক লোক ব্যবসায়ী, শিক্ষাবিদ; রাজনীতিক—এ রকম নানা পরিচয়ে প্রভাবশালী অবস্থানে চলে এসেছেন। বিশেষ করে আমেরিকা এবং যুক্তরাজ্যে এখন বাংলাদেশিদের অবস্থান খুবই সম্ভাবনাময়। আনুমানিক বিশ লাখের বেশি বাংলাদেশি এখন বিশ্বের এই দুই পরাশক্তির ভূখণ্ডে দাপটের সাথে নিজেদের অস্তিত্ব ঘোষণা করছেন। এর বাইরে ইউরোপের বিভিন্ন দেশেও তাঁদের সরব উপস্থিতি রয়েছে। আর এই প্রবাসী বাংলাদেশিদের একটা গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে বৃহত্তর সিলেট অঞ্চলের মানুষ।

অঞ্চল থাকলেই আঞ্চলিকতা থাকবে। সেই আঞ্চলিকতা যদি বর্ণবাদী চেহারায় রূপ না নেয় তাহলে তা স্বমহিমায় উজ্জ্বল হয়ে উঠতে পারে। তেমনই একটি দৃষ্টান্ত রাখতে যাচ্ছে উত্তর আমেরিকায় বসবাসরত সিলেট প্রবাসীরা। প্রতি বছর তাঁরা একটি সম্মেলনের মধ্য দিয়ে যৌথ উপস্থিতির ঘোষণা দেন। কিন্তু এবার তাঁরা বিশ্ব সম্মেলনের আয়োজন করেছেন। এর মধ্য দিয়ে শুধু আমেরিকায় নয় বরং বিশ্বের বিভিন্ন প্রান্তে যেসব ‘সিলেটী’ ছড়িয়ে ছিটিয়ে আছেন তাঁরা সবাই এক জায়গায় জড়ো হতে যাচ্ছেন। এটি একটি বৈশ্বিক ঐক্যের ছত্র ছায়ার মতো কাজ করবে। এটি বিশ্ব সিলেট সম্মেলন হলেও সেখানে সিলেটের বাসিন্দা নন এমন প্রবাসী বাংলাদেশিরাও থাকবেন। আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য ছাড়াও কানাডা, ইউরোপসহ মধ্যপ্রাচ্য থেকে কয়েক শ অতিথি আসছেন। সিলেট অঞ্চলের স্বনামধন্য সব শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিদেরও উপস্থিতি আশা করছেন উদ্যোক্তারা। সেখানে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নসহ সামাজিক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হবে। কথা হবে প্রবাসে থাকা বাংলাদেশিদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে। তার মানে এই সম্মেলনের সফলতার সঙ্গে শুধু যে প্রবাসী বাংলাদেশিদের বিষয় জড়িত তা নয়; এর সঙ্গে বাংলাদেশের জাতীয় বিষয়াদিও সংশ্লিষ্ট রয়েছে। এ কারণেই এই সম্মেলন নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে।