নির্বাণ

কখনো ভাবি কৃষ্ণচূড়ার মতো
জ্বলে উঠুক হৃদয়ের স্পন্দন
কখনো বৃষ্টির কাছে প্রশ্ন করে খুঁজি
রাতের নির্জনতার কথা
স্যাঁতসেঁতে বিকেলে দেখি ঘষা স্লেটের
মতো ধোঁয়াটে কালো আকাশ।

একবার উঁকি দিল সূর্যটা, কিন্তু আবার
ব্যাডমিন্টনের কর্কের মতো ঝুলে পড়ল কোথাও
শুধু একরাশ ছায়া ছড়িয়ে দিয়ে
নিশাচর হয়ে আমাকে আহ্বান করল

নারিকেল পাতার শন শন শব্দের ঘোরে
নিমজ্জিত আঁখি আমাকে জানান দিল
প্রেম নামের শব্দগুচ্ছ হিরের চেয়েও দামি।
তাই তো তোমার হৃদয়ে রক্ষিত ভাস্কর্যগুলো
খুঁটে খুঁটে দেখে নিয়েছি।

তবুও দ্বন্দ্বের মুখোমুখি হয়ে যায় শ্রুতির অতীত
বিদগ্ধ বাসনার স্বপ্নিল মূর্ছনায় যৌবনের ঘ্রাণ,
শিশির ভেজা মাটির ঘ্রাণ নিয়ে যোজন পথ
যেন পাড়ি দিচ্ছি অনিন্দ্য সুন্দরকে ভালোবেসে।