আমি জনগণ বলছি

আমি ৭১ দেখিনি! তবে

আহতের শরীরে ইনটেনসিভ কেয়ারে,
লাইফ সাপোর্টে ধুঁকপুকিয়ে বেঁচে থাকা
মনুষ্যত্বকে মারা যেতে দেখেছি।
বিবেকের লাশকাটা ঘরে, তখন
হিস্যায় মত্ত লম্ফরত দেশপ্রেমিক
দাঁত কেলিয়ে ভেংচি মারে।

এ কি স্বদেশ আমার? স্বাধীন জন্মভূমি?
তবে প্রকাশ্য দিবালোকে কেন হায়েনারা করে রাহাজানি?
তবে ওরাই কি রাজাকার? আল-বদর, পাকিস্তানি?
যারা মানচিত্রের দেহ খুবলে
নিজ দেশে বর্বরতায় ভোগ করে গণতন্ত্রের নগ্ন দেহখানি।

গুজব নয় সত্যি!
আমি জনগণ বলছি:
যতই ঢাকো দেশকে আমার
পলাশীর প্রান্তরে নিকর্ষ গ্রহণে-
মীরজাফর, ঘসেটি বেগম, ব্রিটিশ আর পাকিস্তানিদের
হটিয়ে দিতে, যুগে যুগে এ দেশে জন্মেছে
ক্ষুদিরাম, ভাষাসৈনিক, মুক্তি আর ছাত্র সেনা যে।

হাস্যকর বটে, সত্য ঢাকার নির্লজ্জতাতে!
ঘুরবে চাকা; বলবে কথা ইতিহাস!
সাক্ষী হবে জনগণ-
ফের এই বাংলায় স্খলনের পুনরাবৃত্তিতে।