জীবনের গল্পগুলো

১.

টুকরো টুকরো স্মৃতিই এখন জীবনের গল্প
গ্রীষ্ম, বর্ষা, শরৎ,হেমন্ত, শীত, বসন্ত
নৈরাশ্যকে না দিয়ে প্রশ্রয়
গন্ধ পাই টের ।
গ্রীষ্মের খরতাপ
বর্ষার কলতান
শরতের খণ্ড মেঘে
নিঃশব্দে জমে ওঠে প্রেম ।
হেমন্তের হিল্লোলিত সন্ধ্যা
শীতের হিমেল পরশ,

বসন্তের নিদাঘ শোভায়
নিষ্কণ্টক মাখামাখি....
তখনই যৌবনের গন্ধ পাই ঢের।

২.
মেঘের কোল থেকে পুষ্পবৃষ্টি
তারুণ্যের নিপাট শোভা
এঁকে দেয় আলপনা
বুকে জাগে ঢেউ..কতশত কল্পনা
ফেলে আসা জীবন তরী।
প্রকৃতির নিখাদ ছায়ায়
মিশে থাকে সবুজ বাংলা
মন মানে না
কেউ জানে না
দিবস রাতের লুকোচুরি
পান্থজনের সখার মতো—-
ফেলে আসা
দিনকে বারবার স্মরি ।

৩.
পান্থপথের পথিক আমি খুঁজি পথের সাথি
মায়া ঝরা প্রেম দিয়ে তারই মালা গাঁথি
অলক্ষ্যেই কেউ যেন দাঁড়ায় পাশে এসে
হাতের মধ্যে হাত লুকিয়ে বুকে অবশেষে।।