নিঃসঙ্গ কাকতাড়ুয়া

আবার হেমন্তে ফিরে আসি
কিছু কথা জমিয়ে রাখি হেমন্তে বলার জন্য।
কিছু অনুভূতির অঙ্কুরোদ্‌গম হয়
ঝরা পাতার শব্দ শোনার পরে।
সবুজ বনভূমি কি দ্রুত হয়ে যায় হলদে
পঞ্জিকার পাতা উল্টাতেই
প্রকৃতিতে পালাবদল হয়
শুধু আমার কিছু পাল্টায় না।
ফিরে ফিরে পা দিই স্মৃতির ফাঁদে!
বাড়িঘরের সামনে রাখা নাড়ার কুণ্ডলী
ফিরিয়ে দেয় শৈশবের ধানকাটা শেষের মাঠ।
হেমন্তে পাওয়া হিমেল কষ্টগুলি ফিরে আসে
নিঃসঙ্গ হাওয়ায় দোলে একাকী কাকতাড়ুয়া!
আমি একা হেঁটে যাই শূন্য হৃদয়ে
আমার তো স্পর্শ করার মতো কোন হাত নেই
ছিল না কোনো দিন
শুধু ঘনায়মান সন্ধ্যার ধুলো ওড়া দীর্ঘশ্বাসগুলি ছাড়া!
এই বনভূমি, নদীতীর, নদীর ওপরে ট্রাইবোরো সেতু
কোনো দিন জানবে না
কত আবেগ নিয়ে তার তলা দিয়ে হেঁটে যায় একজন মানুষ।