লর্ড কার্জনের বাড়ি

লর্ড কার্জনের বাড়ি
লর্ড কার্জনের বাড়ি

লর্ড কার্জন ছিলেন ব্রিটিশ সাম্রাজ্যের অধীন ভারতের ভাইসরয় ও গভর্নর জেনারেল। তিনি বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরের কার্জন হল তৈরি করেছিলেন। লর্ড কার্জন তৎকালীন বাংলা প্রদেশকে ভেঙে পূর্ববাংলা ও পশ্চিম বাংলা নামে দুটি প্রদেশ করেন।

শোবার ঘরে লর্ড কার্জনের পালঙ্ক
শোবার ঘরে লর্ড কার্জনের পালঙ্ক

লর্ড কার্জনের বিশাল কান্ট্রি হাউস কেডেলস্টোন হল আমাদের বাসা থেকে ৪৫ মিনিটের পথ। জায়গাটি ইংল্যান্ডের ডারবি শহর থেকে চার মাইল উত্তর-পশ্চিমে। সেদিন সপরিবারে বেড়েতে গিয়ে অনেক অবাক করা আর্টিফেক্ট দেখা হলো, যার বেশির ভাগই ভারতীয় উপমহাদেশ থেকে সংগ্রহ করা। তাঁর বংশধরেরা এখনো মূল বাড়ির পাশে একটি বাড়িতে থাকেন।

লর্ড কার্জনের বসার ঘর
লর্ড কার্জনের বসার ঘর

কার্জন পরিবার কিন্তু লর্ড কার্জনের সময়ের অনেক আগে থেকেই বেশ নামকরা ও ধনী ছিল। একাদশ শতকে ফ্রান্সের নর্মানরা যখন ইংল্যান্ড বিজয় করে, তখন নর্মান্ডি থেকে কার্জন পরিবারের যোদ্ধারা ইংল্যান্ডে আসেন। কেডেলস্টোন হল ও এর চারপাশের বাগান একটা ছোটখাটো গ্রামের সমান। এই জায়গায় কার্জনদের বসবাস ১২৯৭ সাল থেকে।

লর্ড কার্জনের বাড়ির পেছনে বাগানের একপাশে সামার হাউজ
লর্ড কার্জনের বাড়ির পেছনে বাগানের একপাশে সামার হাউজ

স্যার নেথানিয়েল কার্জন ১৭৫৯ সালে কেডেলস্টোন হল নির্মাণ করেন। তাঁর এক ধনী চিরকুমার আইনজীবী চাচা মারা যাওয়ার পর তার অর্জিত বিপুল সম্পত্তি স্যার নেথানিয়েলের হাতে আসে। এই সম্পত্তি দিয়েই তিনি গড়ে তোলেন এ হল।