তুমি

তুমি আমার ঘরে ফেরার টান। 

তুমি আমার না ফুরানো গান,
তুমি আমার আধেক অভিমান
তুমি আমার ভালোবাসার বাণ।

তুমি এলেই গিটারে সুর ওঠে
তুমি এলেই পদ্ম গোলাপ ফোটে,
তুমি এলেই হাসির খেলা ঠোঁটে
তুমি এলেই দুষ্ট খেলা জোটে।

আমি শুধু তুমি আছ বলে
আমার বীণা সপ্ত সুরে চলে,
তুমি যদি একটু দূরে গেলে
আমার দুচোখ ভরেই শুধু জলে।

আমি এখন আমাতে নেই আর
তাই তোমাতে হারাই বারবার,
অনেক ভালো মেনে আমি হার
এমন সুখ আছে বলো কার?
---

সহিদুল আলম স্বপন: জেনেভা, সুইজারল্যান্ড।