আলোর পাঠশালায় বিজয় দিবস উদযাপন

বাবুডাইং আলোর পাঠশালায় বিজয় দিবস উদ্‌যাপন।
বাবুডাইং আলোর পাঠশালায় বিজয় দিবস উদ্‌যাপন।

আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও তীর ছোড়া প্রতিযোগিতা, খেলাধূলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সোমবার প্রথম আলো ট্রাস্ট পরিচালিত রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষার্থীরা মহান বিজয় দিবস উদ্‌যাপন করে। এতে শিক্ষার্থী ছাড়াও অভিভাবক ও গ্রামবাসীরা অংশ নেয়।

বাবুডাইং আলোর পাঠশালায় বিজয় দিবস উদ্‌যাপন
বাবুডাইং আলোর পাঠশালায় বিজয় দিবস উদ্‌যাপন

সকাল ১০টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। এরপর বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সুরেন কোল টুডুর সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান শিক্ষক কানাই চন্দ্র দাস, চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন প্রমূখ।

বাবুডাইং আলোর পাঠশালায় বিজয় দিবস উদ্‌যাপন
বাবুডাইং আলোর পাঠশালায় বিজয় দিবস উদ্‌যাপন

দিবসটি উপলক্ষে প্লে শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে বিস্কুট দৌড়, প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ছড়া প্রতিযোগিতা, তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির ছেলেদের মোরগ লড়াই ও মেয়েদের দড়ি খেলা, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের স্মৃতি প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ ছাড়া অভিভাবক ও গ্রামবাসীদের মধ্যে পুরুষদের তীর ছোড়া প্রতিযোগিতা, মেয়েদের বালিশ খেলার আয়োজন ও পুরস্কার বিতরণ করা হয়। যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় রক্তাক্ত অবস্থায় মুক্তিযোদ্ধার সাজ সেজে পুরস্কার জিতে নেন কোকিলা মার্ডি, আনদি মুর্মু ও নিরদা টুডু। তীর ছোড়া ও বালিশ খেলায় অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়। পরে ক্ষুদ্র জাতিসত্তার শিক্ষার্থীরা নিজেদের ভাষায় নাচ-গান পরিবেশন করে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক আলী উজ্জামান নূর।

বাবুডাইং আলোর পাঠশালায় বিজয় দিবস উদ্‌যাপন
বাবুডাইং আলোর পাঠশালায় বিজয় দিবস উদ্‌যাপন

অনুষ্ঠানে অতিথিরা বলেন, বিজয় দিবস আমাদের কাছে অতি গুরুত্বপূর্ণ একটি দিন। এ দিন পাকিস্তানি শোষণ ও শাসনের শেষ দিন। দীর্ঘ নয় মাস রক্তাক্ত যুদ্ধের পর স্বাধীনতা পেয়েছে এ দেশ। তাই শিক্ষার্থী থেকে শুরু করে বড়দের মাঝেও মুক্তিযুদ্ধে চেতনা ছড়িয়ে দিতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত গ্রামের মোড়ল কার্তিক কোল টুডু প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, এ ইস্কুলের ল্যাগাই হামারঘে ছ্যালাপিল্যা ১৬ ডিসেম্বর বিজয় দিবসে অনুষ্ঠানে আসতে পারছে। জানতে পারছে। খ্যালায় (খেলাধূলা) অংশ লিয়্যা পুরস্কার পাইছে।

বাবুডাইং আলোর পাঠশালায় বিজয় দিবস উদ্‌যাপন
বাবুডাইং আলোর পাঠশালায় বিজয় দিবস উদ্‌যাপন

তীর ছোড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে লক্ষ্যবস্তু ঠিক কেন্দ্রে তীর লাগিয়ে প্রথম হওয়া লগেন সাইচুরি প্রথম আলোকে বলেন, একসময় উড়ন্ত পাখিকে তীর লাগিয়ে শিকার করেছি। কিন্তু ২০ বছর থেকে আর তীর ধরিনি। আজ আবার তীর ছুড়ে প্রথম হলাম। হাতের টিপ এখনো হারিয়ে যায়নি। আমি খুব আনন্দ পেলাম। এ প্রতিযোগিতা করার জন্য বিদ্যালয়ের স্যারদের ধন্যবাদ। তীর ছোড়া আমাদের ঐতিহ্যের অংশ। কিন্তু এইটা হারাতে বসেছে। বিদ্যালয়ের কারণে কয়েক বছর থেকে এ খেলা চলছে।

 লেখক: আলী উজ্জামান নূর, সহকারী শিক্ষক, বাবুডাইং আলোর পাঠশালা।