নওগাঁয় দুস্থ-শীতার্তদের কম্বল বিতরণ

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় 

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

গত ১৬ জানুয়ারি বুধবার সকালে উপজেলার গুড়িহারী-শালবাড়ি গ্রামের গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালা প্রাঙ্গণে ১০০ জনকে কম্বল দেওয়া হয়।

কম্বল পেয়ে বাদ মেহেন্দা গ্রামের বৃদ্ধা জেলেখা (৭০) বলেন, ‘আগে কেউ কম্বল দেয়নি। এখানে কম্বল পেয়ে পুরস্কার পাওয়ার মতো আনন্দ লাগছে।’ চাঁইবাড়ি গ্রামের সপুরা (৬০) বলেন, ‘এর আগেও কম্বল বিতরণ করা হয়েছিল। কিন্তু আমি পাইনি। এবার কম্বল পেয়ে খুব খুশি।’

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

কম্বল বিতরণের আগে স্কুল প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় স্কুলের প্রধান শিক্ষক নূর আলম, সহকারী শিক্ষক বাজিত দাস, মুসলেখা খাতুন, জুয়েল বাসার, রাকিবুল, ম্যানেজিং কমিটির রোজিনা খাতুন, গ্রামের সালাউদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।

কম্বল পেয়ে আলোর পাঠশালা স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী সোনিয়া জানায়, এর আগে কখনো কম্বল বিতরণের কথা শোনেনি। এখানে নতুন কম্বল পেয়ে খুব ভাল লাগছে। মাইনু সরেন (৬৫) বলেন, ভাবতেই পারিনি এভাবে কম্বল বিতরণ করা হয়। আজ কম্বল পেয়ে খুব খুশি হয়েছি।