পাবনায় কম্বল পেল ২০০ শীতার্ত

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ২০০ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ২০০ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

পাবনার সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের প্রত্যন্ত কয়েকটি গ্রামে গতকাল মঙ্গলবার প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ২০০ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। কম্বলগুলো দিয়ে সহযোগিতা করেছে পাবনার রোগ নির্ণয় ও পরামর্শ কেন্দ্র কিমিয়া। সার্বিক সহযোগিতায় ছিলেন পাবনার বন্ধুসভার সদস্যরা।

আলোকদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকালে কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, পাবনা কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল লতিফ, চিকিৎসক মনসুরুল ইসলাম, শিক্ষক আশরাফুল আলম, সমাজসেবক শামীম রেজা প্রমুখ। অনুষ্ঠানে ধুলাউড়া ইউনিয়নের আলোকদিয়ার, ফুলবাড়িয়া, রামচন্দ্রপুর, রাউতি, ধুলাউড়ি, লক্ষ্মীপুর ও ঝাউদিয়া গ্রামের শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।

সূত্র: ৩০ জানুয়ারি ২০১৯ তারিখে প্রথম আলো, ৫ এর পাতা ছাপা হয়েছে।